PHOTOS

Biryani Festival: বৈচিত্র্যের বিরিয়ানি, আওয়াধের উত্‍সবে হইচই...

sp;কলকাতার বুকে এক জনপ্রিয় রেস্তোরাঁ আওয়াধ ১৫৯০। প্রতি বছরের মত এবারে তারা নিয়ে চলে এসেছে 'বিরিয়ানি উত্‍সব'। ১৪ জুন থেকে এই ফেস্টি...

Advertisement
1/12
স্পাইসি আন্ডা রোস্ট বিরিয়ানি
স্পাইসি আন্ডা রোস্ট বিরিয়ানি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরিয়ানি নাম শুনলেই জিভে চলে আসে। বাঙালির প্রাণপ্রিয় একটি পদ। স্বাদে-গন্ধে মাতিয়ে তোলে মন।

 

2/12
পনির বিরিয়ানি
পনির বিরিয়ানি

তুলতুলে নরম মাংস, সুস্বাদু উপকরণের মেলবন্ধনে এই পদ বিশ্বজুড়ে খ্যাত।

 

3/12
মাশরুম বোটি বিরিয়ানি
মাশরুম বোটি বিরিয়ানি

কলকাতার বুকে এক জনপ্রিয় রেস্তোরাঁ আওয়াধ ১৫৯০। প্রতি বছরের মত এবারে তারা নিয়ে চলে এসেছে 'বিরিয়ানি উত্‍সব'। 

4/12
মুর্গ সিন্ধি বিরিয়ানি
মুর্গ সিন্ধি বিরিয়ানি

চলতি বছরের ১৪ জুন থেকে এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে। চলবে ১৪ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত আওয়াধের আউলেটে।

5/12
মুলতানি কাঁঠাল বিরিয়ানি
মুলতানি কাঁঠাল বিরিয়ানি

এই উৎসবে বিভিন্ন স্বাদের বিরিয়ানি থাকবে।

6/12
কেরালিয়ান বিরিয়ানি
কেরালিয়ান বিরিয়ানি

এই নিয়ে আওয়াধ রেস্তোরাঁর ১১ তম ফেস্টিভ্যাল। এবারে আগের বারের চেয়ে বেশি পদের আয়োজন করা হয়েছে।

 

7/12
গোস্ট সিন্ধি বিরিয়ানি
গোস্ট সিন্ধি বিরিয়ানি

দেশের বিভিন্ন জায়গা থেকে বিরিয়ানির স্বাদ তুলে আনা হয়েছে। 

 

8/12
গোস্ট আতরেচি বিরিয়ানি
গোস্ট আতরেচি বিরিয়ানি

কেরালা, লক্ষ্ণৌ থেকে তামিলনাড়ু এবং তার বাইরেও বিরিয়ানির স্বাদ এই রেস্তোরাঁর মেনুতে রয়েছে।

9/12
গোমতি মাহি পোলাও
গোমতি মাহি পোলাও

মটন, চিকেন ছাড়াও এখানে পাওয়া যাবে ডিম-এচোঁড়-মাশরুম বিরিয়ানি।

10/12
আওয়াধ নারগিসি বিরিয়ানি
আওয়াধ নারগিসি বিরিয়ানি

নিরামিষাসীরাও পেয়ে যাবে ভিন্ন স্বাদের বিরিয়ানি।

11/12
দিনদিগুল বিরিয়ানি
দিনদিগুল বিরিয়ানি

বিরিয়ানির দাম শুরু মাত্র ৩০০ টাকা থেকে।

12/12
বোহরি বিরিয়ানি
বোহরি বিরিয়ানি

বিরিয়ানির সঙ্গে সুদূর লখনউ থেকে সেই নবাবি আমেজ শহরে এনে দিয়েছিল ‘আওয়াধ ১৫৯০’। 





Read More