PHOTOS

West Bengal Weather Update: অসহ্য! স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি বেশি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা? বৃষ্টি কবে?

হয়েছিল, আগামী অন্তত ৫ দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপাতত নেই কালবৈশাখীও। উত্তরে পার্বত্য-সহ উপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ...

Advertisement
1/7
সুরাহা নেই
সুরাহা নেই

সোমনাথ দত্ত বলছেন, আগামী ২২ এপ্রিলের আগে দক্ষিণবঙ্গে এই দাবদাহের কোনো সুরাহা নেই। ১৯, ২০ ও ২১ এপ্রিলে দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল) 

2/7
পশলা বৃষ্টি
পশলা বৃষ্টি

২২ এপ্রিল দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। (তথ্য: অয়ন ঘোষাল) 

3/7
কমবে না গরম
কমবে না গরম

তবে তার জেরে তাপমাত্রার পারদের খুব একটা তাৎপর্যপূর্ণ পতনের আশা নেই। (তথ্য: অয়ন ঘোষাল) 

4/7
পারদ উত্থান
পারদ উত্থান

গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি পারদ উত্থান। (তথ্য: অয়ন ঘোষাল) 

5/7
৪ থেকে ৬ ডিগ্রি
৪ থেকে ৬ ডিগ্রি

পশ্চিমের জেলায় এই উত্থানের মাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে! (তথ্য: অয়ন ঘোষাল) 

6/7
৭ ডিগ্রি পর্যন্ত বেশি
৭ ডিগ্রি পর্যন্ত বেশি

এমনকি দু'এক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে! (তথ্য: অয়ন ঘোষাল) 

7/7
অস্বাভাবিক
অস্বাভাবিক

উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার সর্বোচ্চ গতির দমকা হাওয়া। আবার উত্তরবঙ্গের সমতলের জেলায় পারদের অস্বাভাবিক উত্থানই বজায় থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল) 





Read More