PHOTOS

West Bengal Weather Update: তাপমাত্রা আরও বাড়বে, সঙ্গে তীব্র তাপপ্রবাহ! বৃষ্টি নিয়ে বড় কী শোনাল আবহাওয়া দফতর...

লের আবহাওয়ার খবরে বলা হয়েছিল, প্রায় ৪০ ছুঁইছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে ৪ জেলা। পরিস্থিতি যে সেদিকেই যাচ...

Advertisement
1/7
আবহাওয়া মন্ত্রক
আবহাওয়া মন্ত্রক

কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের সোমনাথ দত্ত (ডিডিজিএম পূর্বাঞ্চল) জানিয়েছেন, তাপমাত্রা আরও বাড়বে। (তথ্য: অয়ন ঘোষাল)

2/7
তাপমাত্রা ঊর্ধ্বমুখী
তাপমাত্রা ঊর্ধ্বমুখী

আর কী বলছেন তিনি? বলেছেমন, আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়বে। (তথ্য: অয়ন ঘোষাল)

3/7
৩ থেকে ৫ ডিগ্রি
৩ থেকে ৫ ডিগ্রি

কতটা বাড়বে? তিনি আভাস দিয়েছেন, তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে। (তথ্য: অয়ন ঘোষাল)

4/7
৪ থেকে ৭ ডিগ্রি
৪ থেকে ৭ ডিগ্রি

তারপর পরবর্তী ৭২ ঘন্টায় তা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ৪ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। (তথ্য: অয়ন ঘোষাল)

5/7
সিভিয়ার হিট ওয়েভ
সিভিয়ার হিট ওয়েভ

সেই সময় অর্থাৎ, ২১ এপ্রিলের পর থেকে পরবর্তী কিছু দিন পশ্চিমের কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে। (তথ্য: অয়ন ঘোষাল)

6/7
হালকা থেকে মাঝারি বৃষ্টি
হালকা থেকে মাঝারি বৃষ্টি

উত্তরবঙ্গের ৩ জেলায় ১৯ এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হওয়া। এই বৃষ্টির প্রবণতা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বেশি। (তথ্য: অয়ন ঘোষাল)

7/7
খাঁ খাঁ
খাঁ খাঁ

সকালের আবহাওয়া-সংবাদেই বলা হয়েছিল, আজ বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভবনা নেই। বরং গোটা দক্ষিণবঙ্গ তেতেপুড়ে নাজেহাল হবে। কলকাতা-সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলার কোথাও এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও এখানে তাপপ্রবাহের ফিল-লাইক অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)





Read More