PHOTOS

Ankush Hazra: বিয়ের আগেই জামাইষষ্ঠী খেলেন অঙ্কুশ, কী কী ছিল মেনুতে?

কবে বিয়ে করবেন অঙ্কুশ হাজরা? এই প্রশ্নেই জেরবার অভিনেতা। তবে সম্প্রতি তিনি ও তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই বিয়ের পি...

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার জামাইষষ্ঠী সেলিব্রেশনে হাজির অঙ্কুশ হাজরা, সঙ্গে তাঁর আগামী ছবি ‘আবার বিবাহ অভিযান’-এর পুরো কাস্টিং।

 

                

2/7

ভূতের রাজা দিল বর রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল জামাইষষ্ঠী স্পেশাল লাঞ্চের।

 

3/7

সেখানেই জামাইষষ্ঠী খেলেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস। তাঁদের সঙ্গে ছিলেন সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার।

 

4/7

শুক্রবারই মুক্তি পেতে চলেছে সৌমিক হালদারের ছবি ‘আবার বিবাহ অভিযান’।

 

5/7

ছবির গল্প এবার ব্যাংককে। বিবাহ অভিযানের মতোই ফের বিপাকে অঙ্কুশ, রুদ্র, অনির্বাণ।

 

6/7

এই তিন তারকা ছাড়াও এই ছবিতে রয়েছেব সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া ও সৌরভ দাস।

 

7/7

এদিন জামাইষষ্ঠীতে কী কী ছিল মেনুতে? মেনুতে ছিল ভাত, ডাল, ফিশ ফ্রাই, আলুভাজা, কচুপাতা চিংড়ি, ইলিশ সর্ষে, মাটন কষা, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই, আমপান্না।





Read More