PHOTOS

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অ্যালিস্টার কুকের

Advertisement
1/9
1
1

# আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক তথা তথা ওপেনিং ব্যাটসম্যান অ্যালেস্টার কুক।

2/9
2
2

# ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টই তাঁর জীবনের শেষ টেস্ট হতে চলেছে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে।

 

3/9
3
3

# ২০০৬ সালের পয়লা মার্চ নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট টেস্ট অভিষেক হয় কুকের। সেই ভারতের বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্ট খেলবেন অ্যালেস্টার।

4/9
4
4

# ১৬০টি টেস্টে ১২,২৫৪ রান করেছেন কুক। ৩২টি শতরান, ৫৬টি অর্ধশতরান কুকের ঝুলিতে। গড় ৪৪.৮৮। সর্বোচ্চ রান ২৯৪।

5/9
5
5

# ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক তিনি।

6/9
6
6

# ক্রিকেট বিশ্বে আন্তর্জাতিক টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় কুক রয়েছেন ৬ নম্বরে।

7/9
7
7

# ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন কুকের। ২০১২-এর অগাস্ট থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

8/9
8
8

# অধিনায়ক হিসেবে দেশের মাটিতে দু বার অ্যাসেজ সিরিজ জয় ছাড়াও ভারতের মাটিতে এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতারও রেকর্ড রয়েছে কুকের।

9/9
9
9

# ভারত-ইংল্যান্ড চলতি সিরিজে একেবারেই অফ ফর্মে কুক। চার টেস্টে সাত ইনিংসে করেছেন মাত্র ১০৯ রান। বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কার্যত আচমকাই অবসর ঘোষণা করে ফেললেন আলেস্টার কুক।





Read More