PHOTOS

Basanti: পুজোর আনন্দ নিমেষেই উধাও, সাতসকালেই নদী ভাঙনে তলিয়ে গেল ২৯ বাড়ি

Advertisement
1/6

পুজোর আমেজ এখন চারদিকে। আর সাতসকালেই সেই আনন্দ এক লহমায় উধাও হয়ে গেল বাসন্তীর রাধা বল্লভপুর গ্রামে।

 

2/6

হোগল নদীর ভাঙনে কয়েক মিনিটেই নদীগর্ভে তলিয়ে গেল গ্রামের ২৯টি বাড়ি। বহু বাড়ি হেলে গিয়েছে, ধরছে ফাটল। কোথাও বসে গিয়েছে, কোথাও ধসে গিয়েছে রাস্তা। এছাড়াও গ্রামের বহু বাড়িতেই ফাটল ধরছে। 

3/6

রবিবার সকাল ছটা নাগাদ ওইসব বাড়ি ভেঙে তলিয়ে যায় নদীতে। ভেসে যান বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে গ্রামবাসী।

4/6

আজ থেকেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে প্রশাসন। ইট দিয়ে তলিয়ে যাওয়া রাস্তা সারাইয়ের পাশাপাশি বালির বস্তা দিয়ে ধসের মুখে থেকে হেলে পড়া বাড়ি রাক্ষার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

5/6

ইতিমধ্যে নদীর কিছুটা দূরে ত্রিপল টাঙিয়ে কিছু পরিবারকে রাখা হয়েছে। সেখানে খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে।

6/6

কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবাররা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাছে দাবি করেছেন পুনর্বাসন দেওয়া হোক। তা না হলে এই বিপদ থেকে মুক্তি মিলবে না।





Read More