PHOTOS

Debina Bonnerjee : 'এই অলৌকিক ক্ষমতাকে আলিঙ্গন করুন, আপনিও জাদু করতে পারেন'

Advertisement
1/6
রাফল স্লিট গাউনে ফটোশ্যুট
রাফল স্লিট গাউনে ফটোশ্যুট

পরনে ধূসর রঙের রাফল গাউন, দুহাতে ধরে রয়েছেন বেবি বাম্প। স্লিট গাউনে দেখা যাচ্চে দেবিনার পা। ক্যামেরার কারিকুরিতে দেখে মনে হচ্ছে যেন কোনও জলের উপর তিনি দাঁড়িয়ে রয়েছেন। দ্বিতীয়বার মাতৃত্বের আগে ফের ফটোশ্যুট করলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। 

2/6
'অলৌকিক কিছু ঘটতে চলেছে'
 'অলৌকিক কিছু ঘটতে চলেছে'

মেটারনিটি ফটোশ্যুটের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। একটির ক্যাপশানে লিখেছেন, 'যে জাদু করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে তাঁকে আলিঙ্গন করুন।' অপরটির ক্যাপশানে লিখেছেন, 'কারণ, আমি বিশ্বাস করি, তোমার জন্যই এই অলৌকিক কিছু ঘটতে চলেছে।'

3/6
'কিছু সিদ্ধান্ত ঈশ্বর প্রদত্ত'
'কিছু সিদ্ধান্ত ঈশ্বর প্রদত্ত'

মেয়ের ৪ মাসের মাথায় গত অগস্টে দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। মা হওয়ার ঠিক পরপরই আবারও দেবিনার মা হওয়ার খবরে অবাক হয়ে যান অনেকেই। ইউএসজির রিপোর্ট হাতে দেবিনা লেখেন, 'কিছু সিদ্ধান্ত ঈশ্বর প্রদত্ত, কেউ সেই সিদ্ধান্তের সময় বদলাতে পারে না। এটা সেরকমই এক আশীর্বাদ। আমাদের পরিপূর্ণ করতে সে আসছে।'

4/6
ট্রোল হন গুরমীত চৌধুরী
ট্রোল হন গুরমীত চৌধুরী

স্ত্রী দেবিনার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে ট্রোল হতে হয় তাঁর অভিনেতা স্বামী গুরমীত চৌধুরীকে। নেট নাগরিকরা লেখেন, 'গুরমীত সে ইন্তেজার ভি নেহি হুয়া ', 'দেবিনার শরীর কথা মাথায় রাখা উচ্ছিত ছিল'। 'গুরুমীত ভীষণই অবিবেচকের মতো কাজ করেছেন'। কেউ আবার মজা করে লেখেন, 'এত সুন্দরী বউ থাকলে কীভাবে অপেক্ষা করা যায়।' ট্রোলারদের এধরনের আক্রমণের জবাব দিতে গুরমীত মজা করে বলেন, 'নাহ আমি অপেক্ষা করতে পারিনি। সঙ্গী যখন এত সুন্দরী তখন কীভাবে অপেক্ষা করা যায়? আপনিও অপেক্ষা করতে পারতেন না।

 

 

5/6
'যাত্রা ছিল কঠিন'
'যাত্রা ছিল কঠিন'

 তবে গুরমীত জানিয়েছিলেন, 'লিয়ানার জন্ম, মোটেও সহজ ছিল না। 'সন্তানের জন্য গত ৪-৫ বছর ধরে আমরা চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করছিলাম।' কিন্তু সন্তানসুখ মেলেনি। দেবিনার কথায়, 'প্রত্যেক মাসেই সন্তান আসার অপেক্ষা করতাম, কিন্তু প্রত্যেকবারই হতাশ হতে হত। অগত্যা, IVF-এর সাহায্য নিতে হয়েছিল।' অবশেষে গত এপ্রিলে মেয়ে মা-বাবা হন দেবিনা-গুরমীত। নাম রাখেন লিয়ানা। হঠাৎ করে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া প্রসঙ্গে দেবিনা বলেন, 'যেটার জন্য এত বছর অপেক্ষা করেছি, শেষপর্যন্ত IVF-এর দ্বারস্থ হতে হয়েছে, সেটা কখনও স্বাভাবিকভাবেই সম্ভব হবে ভাবিনি।' 

6/6
অন্তঃসত্ত্বাকালীন শরীরচর্চা
অন্তঃসত্ত্বাকালীন শরীরচর্চা

তবে প্রথম কিংবা দ্বিতীয় অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় নিজেকে ফিট রাখতে সবসময় সচেতন থেকেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ট্রেনারের পরামর্শে নিয়মিত শরীরচর্চা করে চলেছেন দেবিনা। স্ত্রী পাশে থেকেছেন গুরমীত।





Read More