Home> দেশ
Advertisement

সীমান্তের মানুষের আর্জি, গোলাগুলি বন্ধ হোক, স্বাভাবিক হোক জনজীবন

সীমান্তে গোলাগুলি চলছেই। আর তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে উপত্যাকার মানুষের জীবনে। আতঙ্ককে সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছেন। প্রতিদিনই কেউ না কেউ জখম হচ্ছে। ফলে হাসপাতালে আহতের সংখ্যাও বাড়ছে। এরওপর স্কুল কলেজ বন্ধ। বন্ধ অধিকাংশ দোকানপাটই। কেউ দোকান খুললেও, ক্রেতার দেখা মিলছে না। স্বাভাবিকভাবেই উপত্যকার মানুষ শান্তি চাইছেন। দুদেশের সরকারের কাছে তাঁদের আবেদন, গোলাগুলি বন্ধ হোক।

সীমান্তের মানুষের আর্জি, গোলাগুলি বন্ধ হোক, স্বাভাবিক হোক জনজীবন

ওয়েব ডেস্ক: সীমান্তে গোলাগুলি চলছেই। আর তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে উপত্যাকার মানুষের জীবনে। আতঙ্ককে সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছেন। প্রতিদিনই কেউ না কেউ জখম হচ্ছে। ফলে হাসপাতালে আহতের সংখ্যাও বাড়ছে। এরওপর স্কুল কলেজ বন্ধ। বন্ধ অধিকাংশ দোকানপাটই। কেউ দোকান খুললেও, ক্রেতার দেখা মিলছে না। স্বাভাবিকভাবেই উপত্যকার মানুষ শান্তি চাইছেন। দুদেশের সরকারের কাছে তাঁদের আবেদন, গোলাগুলি বন্ধ হোক।

উরি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গুলি পাল্টা গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। ব্যহত হয় স্বাভাবিক জনজীবন। সীমান্তের মানুষের এখন অপেক্ষা একটাই, কবে বন্ধ হবে গোলাগুলি, শান্ত হবে সীমান্ত।  

Read More