Home> দেশ
Advertisement

মোদী, রাহুল না কেজরি দেশে এখন কে বেশী জনপ্রিয়? জানাল মার্কিন সংস্থার সমীক্ষা

দেশজুড়ে মোদী হাওয়া এখনও জোরালো। বলছে, সাম্প্রতিক এক সমীক্ষার রেজাল্ট। কংগ্রেস ধীরে ধীরে তাদের হারানো জমি উদ্ধারের পথে এগোচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছে মার্কিন সংস্থার ওই সমীক্ষা।  

মোদী, রাহুল না কেজরি দেশে এখন কে বেশী জনপ্রিয়? জানাল মার্কিন সংস্থার সমীক্ষা

ওয়েব ডেস্ক: দেশজুড়ে মোদী হাওয়া এখনও জোরালো। বলছে, সাম্প্রতিক এক সমীক্ষার রেজাল্ট। কংগ্রেস ধীরে ধীরে তাদের হারানো জমি উদ্ধারের পথে এগোচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছে মার্কিন সংস্থার ওই সমীক্ষা।  

গত মে মাসে ভারতের গ্রাম-শহরের নানা বয়সের মানুষের রাজনৈতিক পছন্দ-অপছন্দ নিয়ে সমীক্ষা চালায় মার্কিন সংস্থা পিউ রিসার্চ সেন্টার। ফলাফল বলছে, সরকারের বয়স দু-বছর পেরোলেও মোটের ওপর জনসমর্থন ধরে রাখতে পেরেছেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- মহাবলীপুরমের জনপ্রিয়তম ট্যুরিস্ট স্পটে কিনা এই আশ্চর্য পাথর!

এক নজরে সমীক্ষা--

২০১৫-এ ৮৭% মানুষ জানান মোদীকে তাঁরা পছন্দ করেন। এ বার একই কথা বলেছেন ৮১% মানুষ।

৬৫% মানুষ মনে করছেন মোদীর হাতে দেশ ভাল চলছে। ৮০% মানুষ মনে করছেন অর্থনীতি চলছে সঠিক পথে।

৪৯% ভারতীয় মনে করছেন নরেন্দ্র মোদী সামাজিক সংহতি বজায় রাখতে সফল। ২৯% মানুষ বলছেন, মোদীর আমলে বাড়ছে বিভেদ।

৬২% মানুষের মতে কর্মসংস্থান ও গরিব মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী ভাল কাজ করছেন।  

৬১% ভারতীয় মনে করছেন নরেন্দ্র মোদী সন্ত্রাস দমনে সফল।

৫৯% মানুষ বলছেন, দুর্নীতি দমনে তিনি ভাল কাজ করছেন।

২০১৫-এ ৮৭% মানুষ জানান বিজেপি তাঁদের পছন্দের দল।  এ বার একই কথা বলেছেন ৮০% মানুষ।

মার্কিন সংস্থার সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, কিছুটা হলেও রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে।
২০১৩-এ ৫০% মানুষ জানান রাহুলকে তাঁরা পছন্দ করেন। এ বার একই কথা বলেছেন ৬৩% মানুষ।  

৮৫% কংগ্রেস সমর্থক জানিয়েছেন রাহুল গান্ধী তাঁদের পছন্দের নেতা।

২০১৫-এ ৬১% মানুষ জানান কংগ্রেস তাঁদের পছন্দের দল।  এ বার তাঁরা সংখ্যায় সামান্য বেশি।


মার্কিন সংস্থার সমীক্ষা বলছে, আম আদমি পার্টির গ্রাফ ক্রমশ নীচের দিকে। ২০১৫-এ ৬০% মানুষ জানান অরবিন্দ কেজরিওয়ালকে তাঁরা পছন্দ করেন। এ বার একই কথা বলেছেন ৫০% মানুষ। ২০১৫-এ ৫৮% মানুষ জানান আপ তাঁদের পছন্দের দল।  এ বার তাঁরা নেমে এসেছেন ৪৭%-এ।

মে মাসে সমীক্ষা চালানো হলেও সোমবার মার্কিন সংস্থাটি ফলাফল প্রকাশ করে।

 

Read More