Home> দেশ
Advertisement

দু'দেশের সম্পর্কের উন্নতিতে একযোগে কাজ করব, বাইডেন-হ্যারিসকে শুভেচ্ছা মোদীর

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্য়ারিসকেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি লেখেন, 'আপনাকে আন্তরিক শুভেচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব

 দু'দেশের সম্পর্কের উন্নতিতে একযোগে কাজ করব, বাইডেন-হ্যারিসকে শুভেচ্ছা মোদীর

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্রাট প্রার্থী ও বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। কমলাই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনও মহিলা ও কৃষ্ণাঙ্গ উপরাষ্ট্রপতি। ফলাফল ঘোষণার পর জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-অমিত-বার্তায় রাম-বাম যোগ, ঝুলি থেকে বেড়াল বেরোল: TMC; অস্বীকার CPM-র   

জো বাইডেনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর টুইট, 'এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। একসময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে মার্কিন-ভারত সম্পর্কের উন্নতিতে আপনার উদ্যোগ উল্লেখযোগ্য ছিল।  আশাকরি দুদেশের সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতে একসঙ্গে ফের কাজ করব '

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্য়ারিসকেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি লেখেন, 'আপনাকে আন্তরিক শুভেচ্ছে। আপনার সাফল্য পথ দেখাবে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব। আশাকরি ভারত-মার্কিন সম্পর্ক আপনার আমলে আরও সুদৃড় হবে।'

বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এক টুইটে তিনি লিখেছেন, বাইডেন ও কমলা হ্যারিসকে স্বাগত। বাইডেনের কার্যকালের সফলতা কামনা করি। আশাকরি ভারত-মার্কিন সম্পর্ক এরপর আরও সুদৃড় হবে।

আরও পড়ুন-মার্কিন মুলুকে নজির, দেশের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন সোনিয়া গান্ধীও।  এক বিবৃতিতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে গোটা দুনিয়া ও ভারতীয় উপমহাদেশে শান্তির পথ আরও প্রশস্ত হবে ও ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে আশাকরি।

Read More