Home> দেশ
Advertisement

এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কত টাকা এবং মদ উদ্ধার হয়েছে জানেন?

উত্তরপ্রদেশের নির্বাচনে নগদ অর্থ এবং মদ সবসময় বড় ভূমিকা নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রায় রোজই পুলিস বাজেয়াপ্ত করছে মদ এবং নদগ অর্থ। আর এবার তো একেবারে, কংগ্রেস প্রার্থীর অফিস থেকেই উদ্ধার হল ১৫ কার্টুন মদ! এত পরিমাণ মদ পাওয়া গিয়েছে, কংগ্রেস প্রার্থী অমরপাল শর্মার শাহিবাবাদের অফিস থেকে। তিনি এবার কংগ্রেসের প্রার্থী হলেও, আগে তিনি ছিলেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির নেতা। ১১ ফেব্রুয়ারি ভোট শাহিবাবাদে। তার আগে এই পরিমাণ মদ উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে, উত্তরপ্রদেশ পুলিস।

 এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কত টাকা এবং মদ উদ্ধার হয়েছে জানেন?

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের নির্বাচনে নগদ অর্থ এবং মদ সবসময় বড় ভূমিকা নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রায় রোজই পুলিস বাজেয়াপ্ত করছে মদ এবং নদগ অর্থ। আর এবার তো একেবারে, কংগ্রেস প্রার্থীর অফিস থেকেই উদ্ধার হল ১৫ কার্টুন মদ! এত পরিমাণ মদ পাওয়া গিয়েছে, কংগ্রেস প্রার্থী অমরপাল শর্মার শাহিবাবাদের অফিস থেকে। তিনি এবার কংগ্রেসের প্রার্থী হলেও, আগে তিনি ছিলেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির নেতা। ১১ ফেব্রুয়ারি ভোট শাহিবাবাদে। তার আগে এই পরিমাণ মদ উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে, উত্তরপ্রদেশ পুলিস।

আরও পড়ুন ধর্ষণকারীদের থানায় ঢুকিয়ে অত্যাচার করা হত আমার সময় : উমা ভারতী

উত্তরপ্রদেশে নির্বাচনের জন্য প্রথম পর্বের প্রার্থীদের মনোনয়ন জমা হয়ে গিয়েছিল গত ১৭ জানুয়ারি। তারপর থেকে প্রচুর পরিমাণ বেআইনি মদ উদ্ধার করেছে পুলিস। মাত্র দু'-তিনদিন আগেই মুজাফফরনগর থেকে ৩৩৬ কার্টুন বেআইনি মদ উদ্ধার করেছিল পুলিস। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা! সংবাদ স্ংস্থা পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই পর্যন্ত উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ৮৭ কোটি নদগ অর্থ এবং প্রায় ২০ কোটি টাকা মূল্যের মদ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  তামিলনাড়ুতে বল এখন রাজ্যপালের কোর্টে

Read More