Home> দেশ
Advertisement

Union Budget 2022: বাজেটে আমজনতার জন্য কী ঘোষণা নির্মলার, জেনে নিন ১২ পয়েন্টে

২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার। ২০২২-২৩ সালের মধ্যে দেশে ৫জি পরিষেবা চালু হবে

Union Budget 2022: বাজেটে আমজনতার জন্য কী ঘোষণা নির্মলার, জেনে নিন ১২ পয়েন্টে

নিজস্ব প্রতিবেদন: এবার বাজেটে করকাঠামো, শিল্প, স্বাস্থ্যে তেমন কোনও বড় ঘোষণা নেই। সাধারণ মানুষের হাতে টাকা আসবে কীভাবে তারও তেমন কোনও দিশা নেই। এনিয়ে সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। তবে দেখে নিন এবার বাজেট গুরুত্বপূর্ণ কী ঘোষণা করলেন নির্মলা সীতারমন।

## আয়কর কাঠামোয় বদল নেই। তবে আয়করে ছাড় দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম ও পেনশনভোগীদের। 

## ডিজিটাল সম্পত্তি লেনদেনে ৩০ শতাংশ আয়কর।

## জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।

## ১০ লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণের সুবিধে। 

## ডিজিটাল মূদ্রা চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। 

## ন্যূনতম সহায়কমূল্যে চাষিদের কাছ থেকে ফসল কেনায় বরাদ্দ বৃদ্ধি। সহায়ক মূল্যের জন্য দেওয়া হবে ৭ লাখ কোটি টাকা।

##  ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার। ২০২২-২৩ সালের মধ্যে দেশে ৫জি পরিষেবা চালু হবে।

## দেড়লাখ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে। ফলে পোস্ট অফিসে মিলবে এটিএম, অনলাইন ব্য়াঙ্কিং ও নেট ব্য়াঙ্কিং পরিষেবা।

## দেশের ৭৫ জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খোলা হবে।

আরও পড়ুন-এবারের বাজেটে কী কী সস্তা হল, কোনটা হল দামী? জেনে নিন

## বাজারে ছাড়া হবে এলআইসি-র শেয়ার।

## আগামী ৩ বছরের ৪০০ নিউ জেনারেশন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। ২০০০ কিলোমিটার নতুন রেলপথ তৈরি হবে।

## পরিবহণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ।  ব্যাটরিচালিত যানে জোর।

## প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লাখ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More