Home> দেশ
Advertisement

অসমে ট্রেন বিস্ফোরণের দায় অস্বীকার করল উলফা

স্থানীয় পুলিস সুপার জানিয়েছে, এই ঘটনা উলফার যোগের সম্ভবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র নৃপেণ ভট্টাচার্য বলেন, এটা বিস্ফোরণ কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শর্ট-সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটতে পারে

অসমে ট্রেন বিস্ফোরণের দায় অস্বীকার করল উলফা

নিজস্ব প্রতিবেদন: অসমে ট্রেন বিস্ফোরণের দায় ওড়ালো নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (উলফা)। এক প্রেস বিবৃতি করে উলফা জানিয়েছে, রঙ্গিয়া-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণে তাদের সংগঠন কোনওভাবে জড়িত নয়। পাশাপাশি আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে উলফা।

উল্লেখ্য, গতকাল সন্ধে ৭টা নাগাদ উদালগুড়ির হরিসিংগিয়া ইন্টারসিটি এক্সপ্রেসে জোরালো বিস্ফোরণ ঘটে। মৃত্যুর খবর না থাকলেও ৪ জন গুরুতর জখম হন। একজনের আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সার পরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন- অসমে ঢুকে পড়েছে ১৫ জেএমবি জঙ্গি; বরপেটায় শুরু চিরুনি তল্লাসি, লাল সতর্কতা জারি মালদায়

স্থানীয় পুলিস সুপার জানিয়েছে, এই ঘটনা উলফার যোগের সম্ভবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র নৃপেণ ভট্টাচার্য বলেন, এটা বিস্ফোরণ কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শর্ট-সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। তবে, এমন বিস্ফোরণের জন্য সর্বানন্দ সোনোয়ালের সরকারকে কাঠগড়ায় দাঁড়  করিয়েছে উলফা। ওই জঙ্গি সংগঠনের অভিযোগ, মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। রাজনৈতিক ফায়দা তুলতে অসমে সাম্প্রদায়িকতার রাজনীতির বাতাবরণ তৈরি করছে বিজেপি-আরএসএস। যার ফলে অসমে একাধিক বিস্ফোরণের সম্ভবনা রয়েছে সতর্ক করে ওই জঙ্গি সংগঠন।

fallbacks

আরও পড়ুন- সবরীমালায় বিক্ষোভ রুখতে ৬০০ কিলোমিটার ‘মানবপ্রাচীর’তৈরি করবেন মহিলারা, পাল্টা চাল বিজয়নের

রবিবার, জঙ্গি অনুপ্রবেশের সতর্কতা জারি হল অসমে। শুধু তাই নয় তল্লাশি শুরু হল অসমের বরপেটায়। পাশাপাশি লাল সতর্কতা জারি মালদার ভারত-বাংলাদেশ সীমান্তেও। গোয়েন্দা সূত্রে খবর, জেএমবি জঙ্গিদের ১৫ জনের একটি দল ঢুকে পড়েছে অসমে। এনিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ সরকার। অসমের ধুবড়ি হয়ে বরপেটায় ওই দলটি এসে পৌঁছে গিয়েছে বলে খবর। সেখানেই তারা গা ঢাকা গিয়ে রয়েছে। ওই দলে রয়েছে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিন। ফলে গোটা বিষয়টি অনেকটাই গুরুত্ব পেয়েছে।

Read More