Home> দেশ
Advertisement

সত্যিই! আধার করাতে ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প?

  বাণিজ্য সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মজার ভিডিও।   

সত্যিই! আধার করাতে ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প?

নিজস্ব প্রতিবেদন:  বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। তবে ওই বাণিজ্য সম্মেলন ইভাঙ্কার আসা নেহাত উপলক্ষ্য! আসলে তিনি নাকি আধার কার্ড করাতেই ভারতে এসেছিলেন! 

কিন্তু হঠাত্ আধার কার্ডের কী দরকার পড়ল ট্রাম্প কন্যার? ইভাঙ্কা ট্রাম্পের ভারতসফরের উদ্দেশ্য এমন একটি রসিকতা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। একটি প্যারোডি ভিডিও ভাইরাল রয়েছে। এমন টুইটকে কৌতূক হিসেবেই দেখেছে আধার কর্তৃপক্ষ। রসভঙ্গ না করে ইউআইডিএআইও পাল্টা টুইট করে জানিয়েছে, 'ভারতের বাসিন্দা না হওয়ায় আধারের জন্য আবেদন করতে পারেননি তিনি (ইভাঙ্কা)।'     

উল্লেখ্য, আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প। সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

Read More