Home> দেশ
Advertisement

সিয়াচেনে হিমবাহ ধসে শহিদ দুই ভারতীয় জওয়ান, বহুজনের আটকে থাকার আশঙ্কা

 আজ মঙ্গলবার লেহ থেকে তাঁদের দেহ বাড়ির উদ্দেশে রওনা দেবে

সিয়াচেনে হিমবাহ ধসে শহিদ দুই ভারতীয় জওয়ান, বহুজনের আটকে থাকার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: সিয়াচেনে হিমবাহ ধসে রবিবার শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান। আরও ৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। সূত্রের খবর, রবিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রায় ৬ ঘণ্টা পর সন্ধে ৭টা নাগাদ তাঁদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। আরও অনেক জওয়ান ও মাল বহনকারী হিমবাহ ধসে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দর্শকহীন পুজো, অনুব্রতর কোমরে দড়ি থেকে কমিশনকে তুলোধনা- নেপথ্যে এই বাঙালি বিচারপতি

জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানই পঞ্জাবের বাসিন্দা। তাঁদের নাম প্রভজিৎ সিং ও অমরদীপ সিং। দক্ষিণ হিমবাহের সাব সেক্টর হানিফে ধস থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং নিহতদের পরিবার প্রতি ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার লেহ থেকে তাঁদের দেহ বাড়ির উদ্দেশে রওনা দেবে।  

আরও পড়ুন: 'দেশবাসীর বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া উচিত', কেন্দ্রকে হুঁশিয়ারি Rahul Gandhi-র

প্রসঙ্গত, কারাকোরাম পর্বতমালায় প্রায় ২০০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ পৃথিবীর সর্বোচ্চ সেনা ক্ষেত্র। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে নিজেদের কর্তব্য পালন করে চলেন সেনাবাহিনীরা।

Read More