Home> দেশ
Advertisement

রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধির টুইটার অ্যাকাউন্ট 'হ্যাকড', উড়ল পাক পতাকা

 রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট পাকিস্তানের পতাকা। কিছুক্ষণ পর হ্যাকারদের হাত থেকে উদ্ধার অ্যাকাউন্ট। 

রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধির টুইটার অ্যাকাউন্ট 'হ্যাকড', উড়ল পাক পতাকা

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট হল পাকিস্তানের পতাকা ও পড়শি দেশের প্রেসিডেন্ট মামনুন হুসেনের ছবি। আসলে হ্যাক করা হয়েছিল সৈয়দ আকবরুদ্দিনের টুইটার অ্যাকাউন্ট।  

রবিবার সাতসকালেই হ্যাকারদের খপ্পড়ে পড়ে সৈয়দ আকরুদ্দিনের টুইটার অ্যাকাউন্টটি। সেখান থেকে গায়েব হয়ে যায় 'ভেরিভায়েড ব্লু টিক'। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়। ফিরে আসে 'ব্লু টিক'ও।

আরও পড়ুন- অতিথি দেব ভব, ইজরায়েলের প্রধানমন্ত্রী স্বাগত জানাতে প্রোটোকল ভাঙছেন মোদী
  
সম্প্রতি, ভারতের সরকারি ওয়েবসাইটগুলিতে সাইবার হামলা চালাচ্ছে পাকিস্তান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে ১৯৯টি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। ২০১৩ থেকে ১৭ সাল পর্যন্ত ৭০০টিরও বেশি সাইট হ্যাকারদের কবলে পড়েছে।

Read More