Home> দেশ
Advertisement

পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত ২ লস্কর জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র

পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত ২ লস্কর জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র

নিজস্ব প্রতিবেদন : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির  লড়াইয়ে নিহত দুই জঙ্গি। নিহত জঙ্গি ওয়াসিম শাহ ও হাফিজ নিসার লস্কর-ই-তইবার সদস্য ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র।

সেনার কাছে খবর আসে পুলওয়ামার লিটার গ্রামে ঘাঁটি গেড়েছে দুই জঙ্গি। সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে পুলওয়ামার লিটার গ্রামে জঙ্গিদের গোপন আস্তানায় হানা দেয় সেনা। জওয়ানদের দেখামাত্র গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জঙ্গির। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গুলির লড়াই এখনও চলছে।

লস্কর-ই-তইবার স্থানীয় এলাকা কম্যান্ডার ছিল ওয়াসিম শাহ। স্থানীয় কাশ্মীরী যুবকদের 'জিহাদে'র জন্য নিয়োগ করত সে। নিসার ও শাহের পরিকল্পনা ছিল নিরাপত্তারক্ষী বাহিনীর উপর হামলা চালানোর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি একে-৫৬ রাইফেল এবং ৬টি একে ম্যাগাজিন।

পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলিকে নিকেশের উদ্দেশে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিস। জম্মু-কাশ্মীরের ডিজিপি এসপি বেইদ শাহ ও নিসারের নিহত হওয়ার ঘটনাকে বড় সাফল্য বলে উল্লেখ করেন।

আরও পড়ুন, বিয়ে না করে পড়ার জন্য মুসলিম 'বেটি'দের 'উপহার' মোদী সরকারের

 

Read More