Home> দেশ
Advertisement

জেনে নিন কোথায় কোথায় আগামিকাল পর্যন্ত পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন

আগামিকাল কী মন আছে তো? না থাকলে আবার মনে করিয়ে দিচ্ছি। আগামিকাল পুরনো নোট ব্যবহারের শেষ দিন। যদি আপনি এখনও পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করে থাকেন, তাহলে তার সময়সীমা শেষ হওয়ার পথে। পুরনো নোট ব্যবহারের জন্য আপনার হাতে আর সময় মাত্র আগামিকাল পর্যন্ত।

জেনে নিন কোথায় কোথায় আগামিকাল পর্যন্ত পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন

ওয়েব ডেস্ক: আগামিকাল কী মন আছে তো? না থাকলে আবার মনে করিয়ে দিচ্ছি। আগামিকাল পুরনো নোট ব্যবহারের শেষ দিন। যদি আপনি এখনও পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করে থাকেন, তাহলে তার সময়সীমা শেষ হওয়ার পথে। পুরনো নোট ব্যবহারের জন্য আপনার হাতে আর সময় মাত্র আগামিকাল পর্যন্ত।

আগামিকাল পর্যন্ত যে যে জায়গায় পুরনো নোট ব্যবহার করতে পারবেন-

১) কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌরসভা এবং স্থানীয় প্রতিষ্ঠানের অন্তর্গত স্কুলগুলির ফি জমা দিতে পারবেন ২ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

২) কেন্দ্র অথবা রাজ্য সরকারের অন্তর্ভূক্ত কলেজগুলির ফি জমা দিতে পারবেন।

৩) প্রিপেড মোবাইল টপ আপের পেমেন্ট করতে পারবেন প্রতি টপ আপ ৫০০ টাকা পর্যন্ত।

৪) কনজিউমার কোঅপারেটিভ স্টোরগুলি থেকে একবারে ৫ হাজার টাকার জিনিস কিনতে পারবেন।

আরও পড়ুন ফ্লিপকার্টের চমকদার অফার! অবশ্যই পড়ুন

৫) জল এবং বিদ্যুতের বর্তমান এবং বাকি থেকে যাওয়া টাকা দিতে পারবেন।

৬) বিদেশীদের ক্ষেত্রে তাঁরা প্রতি সপ্তাহে বৈদেশিক মুদ্রায় ৫ হাজার টাকা পর্যন্ত বদলাতে পারবেন।

Read More