Home> দেশ
Advertisement

মধ্য প্রদেশে আধার কার্ড পেল টমি সিং

দেশের গ্রামাঞ্চলের মানুষ যখন এখনও আধার কার্ড পেতে হাবুডুবু খাচ্ছেন তখন নিজের পোষা কুকুরের জন্য আধার কার্ড জোগাড় করে ফেললেন মধ্য প্রদেশের আজম খান।

মধ্য প্রদেশে আধার কার্ড পেল টমি সিং

ওয়েব ডেস্ক: দেশের গ্রামাঞ্চলের মানুষ যখন এখনও আধার কার্ড পেতে হাবুডুবু খাচ্ছেন তখন নিজের পোষা কুকুরের জন্য আধার কার্ড জোগাড় করে ফেললেন মধ্য প্রদেশের আজম খান।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী মধ্য প্রদেশের ভিন্দ জেলার বাসিন্দা আজমের পোষ্য টমি সিং পেয়ে গিয়েছে সরকারি আধার কার্ড। আধার কার্ডে রয়েছে টমি সিংয়ের ফটো। বাবার নাম লেখা রয়েছে শেরু সিং। জন্ম তারিখ ২৬ নভেম্বর, ২০০৯।

এর মধ্যে আজম খানকে জেরা করার জন্য গ্রেফতার করেছে পুলিস। উমরির একটি আধার নথিভূক্তকরণ সংস্থায় কাজ করেন আজম। এর থেকেই বোঝা যাচ্ছে কীভাবে নিজের পোষ্যর জন্য আধার কার্ড তৈরি করেছেন আজম। ওই সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিস।

 

Read More