Home> দেশ
Advertisement

২২ বছর পর বাড়িতে ফোন টাইগার মেমনের, ভাইয়ের ফাঁসির আগে পরিবারের কাছে বদলার অঙ্গীকার

১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরমের মূলচক্রী ছিলেন তিনিই। কিন্ত ২২ বছর কেটে গেলেও তার টিকিও ছুঁতে পারেনি পুলিস। ভাইয়ের ফাঁসির মাত্র কয়েক ঘণ্টা আগে সেই টাইগার মেমনই ফোন করেছিলেন পরিবারকে। করেছিলেন বদলা নেওয়ার শপথ।

২২ বছর পর বাড়িতে ফোন টাইগার মেমনের, ভাইয়ের ফাঁসির আগে পরিবারের কাছে বদলার অঙ্গীকার

ওয়েব ডেস্ক: ১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরমের মূলচক্রী ছিলেন তিনিই। কিন্ত ২২ বছর কেটে গেলেও তার টিকিও ছুঁতে পারেনি পুলিস। ভাইয়ের ফাঁসির মাত্র কয়েক ঘণ্টা আগে সেই টাইগার মেমনই ফোন করেছিলেন পরিবারকে। করেছিলেন বদলা নেওয়ার শপথ।

সূত্রে খবর, গত ৩০ জুলাই ইয়াকুব মেমনের ফাঁসির মাত্র দেড় ঘণ্টা আগে বাড়ির ল্যান্ডলাইন ফোন করেন মুস্তাক টাইগার মেমন। মুম্বই পুলিস এই ফোন ট্র্যাক করার পরই খবর পাঠায় কেন্দ্রীয় এজেন্সিকে। মুম্বই ও দিল্লি নিরাপত্তা সংস্থা টাইগারের বাড়িতে ফোন করার খবর নিশ্চিত করেছে।

কণ্ঠস্বর যে টাইগারে মেমনেরই তা নিশ্চিত করেছে মুম্বই পুলিস। অন্যদিকে, ইয়াকুবের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেওয়া বিচারপতি দীপক মিশ্রকেও দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। বাড়িতে উড়ো চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাকে।

Read More