Home> দেশ
Advertisement

এনডিএ-শিবিরকে ধাক্কা দিয়ে এবার বিরোধীদের ধর্নায় যোগ দিল এই দলও

NDA শিবিরে ধাক্কা। নোটকাণ্ডের প্রতিবাদে সংসদের বাইরে আয়োজিত বিরোধীদের ধর্নায় যোগ দিল AIADMK। নেত্রী জয়ললিতা হাসপাতালে থাকায় আজকের ধর্নায় তাঁর দলের অংশগ্রহণ নিয়ে কিছুটা সংশয় ছিল। এর আগে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তৃণমূলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল NDA শরিক শিবসেনাও। এবার শাসকজোটকে বাইরে থেকে সমর্থন দেওয়া AIADMK-ও বিরোধী ধর্নায় যোগ দেওয়ায় NDA শিবিরে অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এনডিএ-শিবিরকে ধাক্কা দিয়ে এবার বিরোধীদের ধর্নায় যোগ দিল এই দলও

ওয়েব ডেস্ক: NDA শিবিরে ধাক্কা। নোটকাণ্ডের প্রতিবাদে সংসদের বাইরে আয়োজিত বিরোধীদের ধর্নায় যোগ দিল AIADMK। নেত্রী জয়ললিতা হাসপাতালে থাকায় আজকের ধর্নায় তাঁর দলের অংশগ্রহণ নিয়ে কিছুটা সংশয় ছিল। এর আগে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তৃণমূলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল NDA শরিক শিবসেনাও। এবার শাসকজোটকে বাইরে থেকে সমর্থন দেওয়া AIADMK-ও বিরোধী ধর্নায় যোগ দেওয়ায় NDA শিবিরে অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দিল্লিতে দিদির ধর্না মঞ্চে জয়া বচ্চন

নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তরমন্তরে তৃণমূলের ধর্না। এই নিয়ে এক সপ্তাহে দুবার দিল্লিতে পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত অন্যান্য বিরোধী দলও। জাতীয় দলের মর্যাদা পাওয়ার পর তৃণমূলের ধর্নামঞ্চেও সর্বভারতীয় চেহারা। অরুণাচলের তৃণমূল সাংসদ থেকে পঞ্জাবের তৃণমূল নেতা, সবাই হাজির যন্তরমন্তরের ধর্নামঞ্চে।

Read More