Home> দেশ
Advertisement

ওয়ার্ল্ড ট্যুরের আগে আমার গ্রামে আসুন, প্রধানমন্ত্রীকে চিঠি ১০ বছরের কিশোরের

"আমাদের জীবন বাচান। আমার অনেক বন্ধুরা জাপানি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনি সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন?" ১০ বছরের কিশোর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লিখলেন এই কথাই। 

ওয়ার্ল্ড ট্যুরের আগে আমার গ্রামে আসুন, প্রধানমন্ত্রীকে চিঠি ১০ বছরের কিশোরের

ওয়েব ডেস্ক: "আমাদের জীবন বাচান। আমার অনেক বন্ধুরা জাপানি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনি সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন?" ১০ বছরের কিশোর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লিখলেন এই কথাই। 


ওড়িশার ৫০৫ টি গ্রামে জাপানি জ্বরে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জন শিশুর। এই মৃত্যু মিছিল ঠেকাতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সাহায্যের আবেদন জানালেন ১০ বছরের কিশোর উমেশ মাধি। ওই চিঠিত কার্যত কিশোর উমেশ প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ নিয়েও। চিঠিতে তিনি লিখেছেন, "কীভাবে শিশুরা মরে যাচ্ছে, তা দেখতে আপনি আমাদের গ্রামে আসতে পারছেন না? স্যার, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, একবার আসতে পারতেন আমাদের গ্রামে, আমাদের দেখতে, আমরা কতটা সঙ্কটাপন্ন তা আপনি দেখবেন না?" 

 

আরও পড়ূন- প্যাডেল ছাড়াই বাই-সাইকেল, আবিষ্কারক ওড়িশার তেজস্বীনী


উমেশ মাধি পলকান্ডা প্রাইমারি স্কুলের ক্লাস ফোরের ছাত্র। তাঁর এই চিঠির পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। 

Read More