Home> দেশ
Advertisement

Kalpana Soren: কোন কাঁটায় ঝাড়খণ্ডের কুর্সির দৌড়ে বাদ হেমন্ত 'পত্নী'

হেমন্ত সোরেন যদি গ্রেফতার হন, তাহলে রাজ্যের পরবর্তী রাজধর্ম কে পালন করবেন, তা ঠিক করে দিয়েছেন হেমন্ত স্বয়ং। প্রথমজন হলেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। যাঁকে নিয়ে গত দুদিন ধরে চর্চা চলছে। দ্বিতীয় আরেকটি নাম বুধবার থেকে উঠে আসে।

Kalpana Soren: কোন কাঁটায় ঝাড়খণ্ডের কুর্সির দৌড়ে বাদ হেমন্ত 'পত্নী'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ হেমন্ত সোরেনের। নতুন মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। ৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরে হেমন্তের গ্রেফতারিরও হল। বুধবার ইডির অফিসে হাজিরা দেন হেমন্ত সোরেন। তখন থেকেই জল্পনা ছিল পদত্যাগ করবেন তিনি। করলেনও তাই। সেই সঙ্গে আরও এক সম্ভাবনার কথা উঠে আসছে। হেমন্তের যদি জেল হয় তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। 

আরও পড়ুন, Hemant Soren resigns: ইস্তফাতেও রক্ষা নেই, দুর্নীতির দায়ে গ্রেফতার 'মুখ্যমন্ত্রী' হেমন্ত

হেমন্ত সোরেন যদি গ্রেফতার হন, তাহলে রাজ্যের পরবর্তী রাজধর্ম কে পালন করবেন, তা ঠিক করে দিয়েছেন হেমন্ত স্বয়ং। প্রথমজন হলেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। যাঁকে নিয়ে গত দুদিন ধরে চর্চা চলছে। দ্বিতীয় আরেকটি নাম বুধবার থেকে উঠে আসে। তিনি হলেন ‘ঝাড়খণ্ড টাইগার’ নামে জনপ্রিয় বর্ষীয়ান জেএমএম নেতা চম্পাই সোরেন। শেষ পর্যন্ত যদিও চম্পাই হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। 

কিন্তু কেন মুখ্যমন্ত্রীর দৌড়ে পিছিয়ে গেলেন কল্পনা? পারিবারিক দিক দিয়েও কল্পনার কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। কারণ হেমন্ত সোরেনের সঙ্গে বিয়ে হওয়ার আগে একেবারেই সাধারণ পরিবাের মেয়ে ছিলেন কল্পনা। ৪৩ বছরের কল্পনা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং এমবিএ করেছেন। ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি হেমন্ত সোরেনকে বিয়ে করেন। হেমন্ত ও কল্পনার দুই সন্তান রয়েছে নিখিল এবং অংশ। লালু-রাবড়ী মডেল বাস্তবায়িত হল না ঝাড়খণ্ডে। সূত্রের দাবি, চার দলীয় বিধায়কের আপত্তিতেই নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী করতে পারেননি হেমন্ত।

বিধায়ক না হওয়া সত্ত্বেও কোনও রাজনৈতিক দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে ছয় মাস সময় থাকে। ফলে পদত্যাগ করা বিধায়কের আসন থেকে কল্পনা সোরেনকে ভোটে দাঁড় করানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। কিন্তু তা বাস্তবে হল না। প্রসঙ্গত, কয়েক দশক আগে বিহারে লালু প্রসাদ যাদব নিজের স্ত্রী রাবরি দেবীকে মুখ্যমন্ত্রী করেছিলেন। 

আরও পড়ুন, Karnataka: টিপু সুলতানের ছবিতে জুতোর মালা! টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, পথ অবরোধ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More