Home> দেশ
Advertisement

PPE কিট পরে ভোট দিতে এলেন কানিমোঝি, তুমুল ধস্তাধস্তি কোভিড ও নন কোভিডদের মধ্যে

কানিমোঝিকে ঘিরে তাঁর অনুগামীদের মধ্যে হইচই পড়ে যায়

PPE কিট পরে ভোট দিতে এলেন কানিমোঝি, তুমুল ধস্তাধস্তি কোভিড ও নন কোভিডদের মধ্যে

নিজস্ব প্রতিবেদন: করোনা পজিটিভ হয়েছেন DMK সাংসদ কানিমোঝি। আর সেই কানিমোঝি মঙ্গলবার ভোট দিতে এলেন PPE স্যুট পরে।

আজ বিকেলে অ্যাম্বুল্যান্সে চড়ে দক্ষিণ চেন্নাইয়ের মাইলাপোরের একটি বুথে ভোট দিতে আসেন কানিমোঝি(Kanimozhi)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুথকর্মী থেকে আধাসেনা সবাই পিপিই কিট পরে ছিলেন। ভোট দিয়ে সংবাদমাধ্য়মের দিকে ভিক্ট্রি চিহ্নও দেখান কানিমোঝি। করুণাকন্যা ভোট দিয়ে ফিরে যাওয়া পরই বুথ চত্ত্বর স্যানিটাইজড করা হয়।

আরও পড়ুন-সুইসাইড বোম্বার দিয়ে অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, মেল CRPF-কে 

এদিকে, কানিমোঝিকে ঘিরে তাঁর অনুগামীদের মধ্যে হইচই পড়ে যায়। তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে নন কোভিড লোকজনদের মধ্যে। তুলকালাম বেধে যায় কোভিড ও নন কোভিডদের মধ্যে।

আরও পড়ুন-  স্বামীকে খুন করেছে দলেরই নেতা, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই দাবি নিহত BJP কর্মীর স্ত্রীর

এবার তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। এআইএডিএমকে(AIADMK) লড়াই করছে ১৯১ আসনে। পিএমকে লড়ছে ২৩ আসনে। বিজেপি লড়াই করছে ২০ আসনে। অন্যদিকে, ডিএমকে লড়াই করছে ১৮৮ আসনে, শরিক কংগ্রেস লড়ছে ২৫ আসনে।

Read More