Home> দেশ
Advertisement

২১ বছর পর পাহাড় চুড়োয় মিলল জওয়ানের দেহ

  ২১ বছর ধরে নিখোঁজ। সিয়াচেন হিমশৈলে টহল দেওয়ার সময় নিখোঁজ ওই জওয়ানের দেহ পেলেন সেনারা। পৃথিবীর সর্বচ্চ যুদ্ধক্ষেত্রে ২১   বছর ধরে বরফে চাপা পড়ে ছিল ওই সেনা জওয়ানের দেহ।

 ২১ বছর পর পাহাড় চুড়োয় মিলল জওয়ানের দেহ

নয়াদিল্লি:  ২১ বছর ধরে নিখোঁজ। সিয়াচেন হিমশৈলে টহল দেওয়ার সময় নিখোঁজ ওই জওয়ানের দেহ পেলেন সেনারা। পৃথিবীর সর্বচ্চ যুদ্ধক্ষেত্রে ২১   বছর ধরে বরফে চাপা পড়ে ছিল ওই সেনা জওয়ানের দেহ।

মহারাষ্ট্রের  হাবিলদার টি ভি পাটিল, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে কর্মরত অবস্থায় বরফের চাঙড় ভেঙে পড়ে যান। কিন্তু ২১ বছর ধরে যে দেহ বরফের মধ্যে যে  চাপা পড়ে ছিল, তার সনাক্তকরণ হল কী করে? পাটিলের পকেটে ছিল ২১ বছর আগে পরিবারের পাওয়া একটা চিঠি। একটি মেডিক্যাল সার্টিফিকেটও মিলেছে তার সঙ্গে।

গত আগস্ট মাসে ৯৬ থেকে নিখোঁজ থাকা হাবিলদার গয়া প্রসাদের দেহও উদ্ধার হয় বরফ থেকে। অকু স্থল সেই সিয়াচেন হিমশৈল। হেলিকপ্টর থেকে রসদ পৌঁছনোর সময় পড়ে যান তিনি। সিয়াচেনে যেখান থেকে দেহ দুটি উদ্ধার হয়েছে সেখানের তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি নিচে।
 

Read More