Home> দেশ
Advertisement

CBI লক আপে সারা রাত জেগে, সকালে সুদীপ খেলেন এক কাপ লাল চা

ভুবনেশ্বরের CBI লক আপে সারা রাত প্রায় জেগেই ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের জন্য লক আপে একটি চৌকি রাখা ছিল। তার ওপর গদিও পাতা ছিল। গায়ে দেওয়ার জন্য ছিল কম্বল। মশার জন্য লক আপের বাইরে জ্বালানো ছিল কয়েল। ভোর ৪টে পর্যন্ত লক আপের মধ্যে পাইচারি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে কর্তব্যরত CBI অফিসারদের সঙ্গে কথাও বলেন তিনি। ভোরের দিকে চৌকির ওপর বসে, দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নেন। সকালে শুধু এক কাপ লাল চা খান লোকসভায় তৃণমূলের দলনেতা। আরও পড়ুন- কালো টাকা নিয়ে তৃণমূলকে কটাক্ষ বুদ্ধের, নোট বাতিল নিয়ে বিঁধলেন মোদীকেও

 CBI লক আপে সারা রাত জেগে, সকালে সুদীপ খেলেন এক কাপ লাল চা

ওয়েব ডেস্ক: ভুবনেশ্বরের CBI লক আপে সারা রাত প্রায় জেগেই ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের জন্য লক আপে একটি চৌকি রাখা ছিল। তার ওপর গদিও পাতা ছিল। গায়ে দেওয়ার জন্য ছিল কম্বল। মশার জন্য লক আপের বাইরে জ্বালানো ছিল কয়েল। ভোর ৪টে পর্যন্ত লক আপের মধ্যে পাইচারি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে কর্তব্যরত CBI অফিসারদের সঙ্গে কথাও বলেন তিনি। ভোরের দিকে চৌকির ওপর বসে, দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নেন। সকালে শুধু এক কাপ লাল চা খান লোকসভায় তৃণমূলের দলনেতা। আরও পড়ুন- কালো টাকা নিয়ে তৃণমূলকে কটাক্ষ বুদ্ধের, নোট বাতিল নিয়ে বিঁধলেন মোদীকেও

Read More