Home> দেশ
Advertisement

গুগল ও ওয়াইফাই বদলে দিয়েছে জীবন, সাফল্যের কাহিনি শোনালেন কেরলের কুলি

কেরলের পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করেছেন শ্রীসন্থ কে। 

গুগল ও ওয়াইফাই বদলে দিয়েছে জীবন, সাফল্যের কাহিনি শোনালেন কেরলের কুলি

নিজস্ব প্রতিবেদন: স্টেশনে ওয়াইফাই ব্যবহার করে কেরলের পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করে ইতিমধ্যেই গোটা দেশে বিখ্যাত হয়েছেন কেরলের কুলি শ্রীসন্থ কে। সেই শ্রীসন্থই জানালেন, গুগল ও ওয়াইফাই বদলে দিয়েছে তাঁর জীবন। 

সংবাদ সংস্থা এএনআই-কে শ্রীসন্থ বলেন, ''কেপিএসসি-র প্রশ্নপত্র ডাউনলোড করেছি। ভিডিও দেখে নিয়েছি প্রস্তুতি। গুগল ও রেলস্টেশনের ওয়াইফাই আমার জীবন বদলে দিয়েছে।'' গত ৫ বছর ধরে কেরলের এরনাকুলাম স্টেশনে কুলির কাজ করেন শ্রীসন্থ। হাইস্কুল পাস শ্রীসন্থ কাজের ফাঁকে রেলস্টেশনের ওয়াইফাই ব্যবহার করেন।  

 

২০১৬ সালে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৮ সাল পর্যন্ত দেশের ৬৮৫টি স্টেশনে মেলে বিনামূল্যের ওয়াইফাই। ২০১৯ সালের মার্চের মধ্যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮,৫০০। খরচ ধরা হয়েছে ৭০০ কোটি টাকা।

আরও পড়ুন- কর্ণাটকে ১৩০টিরও বেশি আসন পাবে বিজেপি: অমিত শাহ

Read More