Home> দেশ
Advertisement

আক্রমণের মুখে পড়ে এবার দিল্লির দরবারে রাজ্য বিজেপি

রাজ্যে আক্রমণের মুখে পড়ে এবার দিল্লির দরবারে বিজেপি। পার্টি অফিস ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে নালিশ জানালেন নেতারা। এক কদম এগিয়ে রাহুল সিনহার হুমকি, দিল্লির বিজেপি কর্মীরা TMC  সাংসদদের লাইটপোস্টে বেঁধে রাখলে, তাঁদের কিছু করার নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরে এমনই অশান্তির হয় বিজেপি রাজ্য দফতরের সামনে...

আক্রমণের মুখে পড়ে এবার দিল্লির দরবারে রাজ্য বিজেপি

ওয়েব ডেস্ক : রাজ্যে আক্রমণের মুখে পড়ে এবার দিল্লির দরবারে বিজেপি। পার্টি অফিস ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে নালিশ জানালেন নেতারা। এক কদম এগিয়ে রাহুল সিনহার হুমকি, দিল্লির বিজেপি কর্মীরা TMC  সাংসদদের লাইটপোস্টে বেঁধে রাখলে, তাঁদের কিছু করার নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরে এমনই অশান্তির হয় বিজেপি রাজ্য দফতরের সামনে...

মঙ্গলবারের পর বুধবারেও রাজ্যের বিভিন্ন এলাকায় ২০টির বেশি বিজেপি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ আক্রান্ত হন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ মোট পঁয়ত্রিশটি এরকম ঘটনা ঘটেছে। তৃণমূলের পাল্টা পথে নামে বিজেপিও...মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়...পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি নির্দেশ দেন-

১) সমস্ত হামলায় FIR দায়ের করতে হবে।
২) থানা FIR না নিলে অভিযোগ জানাতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে।
৩) সেই অভিযোগের কপি পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে।

দিল্লির দরবারে নালিশ

এবার  নালিশ জানাতে সোজা রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয় বর্গীয়, সিদ্ধার্থ নাথ সিংদের সঙ্গে ছিলেন রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়,জর্জ বেকার। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো হুমকির সুর রাহুল সিনহার গলায়। একদিকে যখন প্রধানমন্ত্রীর দফতরে অভিযান করেন তৃণমূল সাংসদরা। তখনই সেই দিল্লির মাটিতে থেকেই  বিজেপি নেতারাও স্পষ্ট করলেন তাঁরাও লড়াইয়ের ঝাঁঝ বাড়াবেন...বিনা যুদ্ধে মাটি ছাড়বেন না...

Read More