Home> দেশ
Advertisement

সবার সামনে দেহরক্ষীকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার মন্ত্রী!

সবার সামনে নিজের দেহরক্ষীকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার এক মন্ত্রী। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দুঝড়ে পতাকা উত্তোলন করতে যান মন্ত্রী যোগেন্দ্র বেহেরা। সেখানেই নিজের দেহরক্ষীকে দিয়ে জুতোর ফিতে বাঁধান তিনি। পরে এবিষয়ে জিজ্ঞাসা করলে তাঁর সাফাই, তিনি ভিআইপি। তাঁর জন্য একাজ করতেই পারেন দেহরক্ষী।

সবার সামনে দেহরক্ষীকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার মন্ত্রী!

ওয়েব ডেস্ক: সবার সামনে নিজের দেহরক্ষীকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার এক মন্ত্রী। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দুঝড়ে পতাকা উত্তোলন করতে যান মন্ত্রী যোগেন্দ্র বেহেরা। সেখানেই নিজের দেহরক্ষীকে দিয়ে জুতোর ফিতে বাঁধান তিনি। পরে এবিষয়ে জিজ্ঞাসা করলে তাঁর সাফাই, তিনি ভিআইপি। তাঁর জন্য একাজ করতেই পারেন দেহরক্ষী।

আরও পড়ুন পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?

বোঝাই যাচ্ছে মন্ত্রীমশাইয়ের কোনও অনুশোচনাও নেই কৃতকর্মের জন্য। বরং, তিনি এটাতেই অভ্যস্থ এবং পরেরবারও এমনটা করতে পারেন! কিছুদিন আগে এরকমই এক বিতর্কে জড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের রচপাল সিং। তাঁকেও জুতোর ফিতে বেঁধে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন  বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!

Read More