Home> দেশ
Advertisement

ধর্ষণে অভিযুক্ত আইপিএস অফিসারের পক্ষে জোর সওয়াল শিবসেনার

মুম্বইয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিনিয়র আইপিএস অফিসার ডিআইজি সুনীল পুরাসকারের স্বপক্ষে এগিয়ে এল শিবসেনা। শিবসেনার মুখপত্র 'সামনা' সম্পাদকীয়তে সরাসরি বলা হয়েছে সাম্প্রতিকালে কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক ধরণের ফ্যাশানে পরিণত হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত আইপিএস অফিসারের পক্ষে জোর সওয়াল শিবসেনার

মুম্বই: মুম্বইয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিনিয়র আইপিএস অফিসার ডিআইজি সুনীল পুরাসকারের স্বপক্ষে এগিয়ে এল শিবসেনা। শিবসেনার মুখপত্র 'সামনা' সম্পাদকীয়তে সরাসরি বলা হয়েছে সাম্প্রতিকালে কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক ধরণের ফ্যাশানে পরিণত হয়েছে।

কিছুদিন আগে সুনীল পারাসকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন মুম্বইয়ের এক তরুণী মডেল।

'সামনা'তে লেখা হয়েছে ''আজকাল হাই-ফাই সোসাইটিতে পুরুষদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা এখন একটা ফ্যাশানে পরিণত হয়েছে। পুলিস ফোর্সের হয়ে সুনীল পুরাসকার দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সসম্মানে কাজ করে এসেছেব। এখন হঠাৎ করে একজন মডেল তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায় রাতারাতি তিনি ভিলেন হয়ে গেলেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এই ধরণের অভিযোগ আজকাল ভাল অস্ত্র হয়ে উঠেছে।''

শিবসেনার দাবি অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া পুরাসকরের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।

বাল ঠাকরের দলের দাবি এদেশের সব আইনই মহিলাদের জন্য, তাই যে কেউই, যে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফেলতে পারে।

পুরাসকারের বিরুদ্ধে অভিযোগ আনা তরুণীর অভিপ্রায় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে 'সামনা'-তে।

 

Read More