Home> দেশ
Advertisement

ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার, টাকার দাম বাড়ল

ধসের জের কাটিয়ে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে ভারতের শেয়ার বাজার। আজ বাজার খোলার পরই সাড়ে চারশো পয়েন্ট ওঠে সেনসেক্স। সকালেই সেনসেক্স পৌছে যায় ২৬ হাজারে। ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি, এইচডিএফসি ও আরআইএলের লাভের জেরেই চাঙ্গা শেয়ার বাজার। আড়াইশো পয়েন্টের ওপর উঠেছে নিফটিও। উনত্রিশ পয়সা দাম বেড়েছে টাকার।

ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার, টাকার দাম বাড়ল

ওয়েব ডেস্ক: ধসের জের কাটিয়ে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে ভারতের শেয়ার বাজার। আজ বাজার খোলার পরই সাড়ে চারশো পয়েন্ট ওঠে সেনসেক্স। সকালেই সেনসেক্স পৌছে যায় ২৬ হাজারে। ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি, এইচডিএফসি ও আরআইএলের লাভের জেরেই চাঙ্গা শেয়ার বাজার। আড়াইশো পয়েন্টের ওপর উঠেছে নিফটিও। উনত্রিশ পয়সা দাম বেড়েছে টাকার।

গত সোমবার ভারতের শেযার বাজারে ধস নেমেছিল।   

অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারের এই ঊর্ধ্বগতি স্থায়ী নয়। চিনা মুদ্রার অবমূল্যায়ণ সঙ্কট না কাটলে কখনই সাংহাই স্টক এক্সচেঞ্জ ঘুরে দাঁড়াতে পারবে না। আর তার প্রভাব পড়বে বিশ্বের অন্য শেয়ার বাজারগুলিতেও।

 

Read More