Home> দেশ
Advertisement

১২ হাজার টাকায় করোনা প্রতিকার বাতলে শ্রীঘরে স্বঘোষিত ধর্মগুরু ইসমায়েল

এর আগেও ৭০ জনের বেশি মানুষকে ঠকিয়েছে এই স্বঘোষিত ধর্মগুরু।

১২ হাজার টাকায় করোনা প্রতিকার বাতলে শ্রীঘরে স্বঘোষিত ধর্মগুরু ইসমায়েল

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রতিষেধক এখনও পর্যন্ত অধরা। হন্যে হয়ে গবেষণা থেকে ট্রায়াল, সব চালিয়ে যাচ্ছেন গবেষকরা। ভেন্টিলেশন, হাইড্রক্সিক্লোরোকুইন থেকে শুরু করে নানা রকমের চিকিৎসার পরেও প্রাণ হারাতে হচ্ছে অনেক করোনা আক্রান্তকে।

সেখানে হায়দরাবাদের এক স্বঘোষিত ধর্মগুরু বলছেন তিনি করোনার উপসর্গ থেকে প্রতিকার দিতে পারবেন। তার বদলে দক্ষিণা ১২ হাজার টাকা। এভাবেই লোক ঠকানোর ব্যবসায় জমিয়ে বসেছিলেন মহম্মদ ইসমায়েল।

আরও পড়ুন: আস্থা ভোটে বিপদ! রাজ্যপালের কাছে বিধানসভার অধিবেশন ডাকার প্রস্তাব দিলেন গেহলট

মিয়াপুর পুলিস সূত্রে খবর, এক ব্যক্তির কাছ থেকে এভাবেই ১২ হাজার টাকা দাবি করার অপরাধে এই গডম্যানের ঠিকানা এখন শ্রীঘর। পুলিস এ-ও জানিয়েছে অভিযুক্ত ইসমায়েল লোক জড় করে জ্বর ও অন্যান্য শারীরিক সমস্যা সারিয়ে দেওয়ার দাবি করছিল। এর আগেও ৭০ জনের বেশি মানুষকে ঠকিয়েছে এই স্বঘোষিত ধর্মগুরু। পুলিস আরও বিশদে তদন্ত চালাচ্ছে।

Read More