Home> দেশ
Advertisement

আকাশে উড়তে উড়তেই নিজের সঙ্গীকে বাজপাখির থাবা থেকে উদ্ধার করল সিগাল

দিগন্ত চেরা আকাশ। যে দিকে দুচোখ যায় শুধু নীল আর নীল। নীচে ঘন জঙ্গল। যাকে বলা চলে সবুজের সমুদ্র। পরিবেশটা এমনই। স্বাধীনভাবে আকাশে উড়ছিল ধপ ধপে সাদা রঙের সিগাল যুগল। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা... ওরা বোধয় দিগন্ত পারি দিতেই আকাশে পাখনা মেলেছিল। হঠাৎ সেই স্বাধীন উড়ানে বাঁধা। একটি সিগালের ঘাড়ে এসে পরে একটি বিশালাকার বাজপাখি। এরপরই শুরু হয় সংঘর্ষ। নিজের সঙ্গীকে বাজপাখির কাছে থেকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে অন্য আর একটি সিগাল। রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে ঠিক যেভাবে ঝাঁপিয়ে ছিল গুরুর, সেই পরাক্রমণই দেখিয়েছে সিগাল। রামায়ণে রাবণের হাতে বধ হয়েছিল গুরুর। কিন্তু এখানে তেমনটা হল না। লড়াইয়ে জিতে নিজের সঙ্গীকে উদ্ধার করে অন্য আরেকটি সিগাল। বাজপাখির পিঠে ঠুকরে ঠুকরে নিজের সঙ্গীকে বাজপাখির থাবা থেকে উদ্ধার করে ওই সিগাল। 

আকাশে উড়তে উড়তেই নিজের সঙ্গীকে বাজপাখির থাবা থেকে উদ্ধার করল সিগাল

ওয়েব ডেস্ক: দিগন্ত চেরা আকাশ। যে দিকে দুচোখ যায় শুধু নীল আর নীল। নীচে ঘন জঙ্গল। যাকে বলা চলে সবুজের সমুদ্র। পরিবেশটা এমনই। স্বাধীনভাবে আকাশে উড়ছিল ধপ ধপে সাদা রঙের সিগাল যুগল। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা... ওরা বোধয় দিগন্ত পারি দিতেই আকাশে পাখনা মেলেছিল। হঠাৎ সেই স্বাধীন উড়ানে বাঁধা। একটি সিগালের ঘাড়ে এসে পরে একটি বিশালাকার বাজপাখি। এরপরই শুরু হয় সংঘর্ষ। নিজের সঙ্গীকে বাজপাখির কাছে থেকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে অন্য আর একটি সিগাল। রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে ঠিক যেভাবে ঝাঁপিয়ে ছিল গুরুর, সেই পরাক্রমণই দেখিয়েছে সিগাল। রামায়ণে রাবণের হাতে বধ হয়েছিল গুরুর। কিন্তু এখানে তেমনটা হল না। লড়াইয়ে জিতে নিজের সঙ্গীকে উদ্ধার করে অন্য আরেকটি সিগাল। বাজপাখির পিঠে ঠুকরে ঠুকরে নিজের সঙ্গীকে বাজপাখির থাবা থেকে উদ্ধার করে ওই সিগাল। 

তারপর আবার আগের মতই স্বপ্নের উড়ানে বিলিন হয় ওই সিগাল যুগল। 

Read More