Home> দেশ
Advertisement

২৭ ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাচ্ছেন সঞ্জয় দত্ত

২৭ ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাচ্ছেন সঞ্জয় দত্ত। ওইদিন পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পাবেন তিনি। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।  ২০১৩ সালে দোষী সাব্যস্ত হন তিনি।

২৭ ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাচ্ছেন সঞ্জয় দত্ত

ওয়েব ডেস্ক: ২৭ ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাচ্ছেন সঞ্জয় দত্ত। ওইদিন পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পাবেন তিনি। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।  ২০১৩ সালে দোষী সাব্যস্ত হন তিনি। ২০০৭ সালেই এই মামলায় ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ টাডা আদালত। তার আগে ১৮ মাস গরাদের পিছনে কাটিয়ে দেন সঞ্জয় দত্ত। এরপর ২০১৩ সালের মার্চে ফের তাঁর কারাদণ্ডের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কারাদণ্ড হওয়া সত্ত্বেও ২০১৩ সালের মে মাস থেকে ২০১৪ পর্যন্ত ১১৮ দিন জেলের বাইরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এনিয়ে বিভিন্ন মহলে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। সাজা কমানোর আর্জি জানানো হয় সঞ্জয় দত্তের তরফে। শেষপর্যন্ত সেই ফাইলে সবুজ সঙ্কেত দিল মহারাষ্ট্র সরকার। এর জেরেই ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছেন সঞ্জয় দত্ত।

Read More