Home> দেশ
Advertisement

গান্ধীর পরিবর্তে গডসের টার্গেট হওয়া উচিৎ ছিল নেহেরু, বিতর্কিত প্রবন্ধ থেকে দূরত্ব রাখছে আরএসএস

মহাত্মা গান্ধীর পরিবর্তে নাথুরাম গডসের উচিৎ ছিল জওহর লাল নেহেরুকে হত্যা করা। চলতি মাসের ১৭ তারিখ আরএসএস-মুখপত্র 'কেসরি'-তে এই ইঙ্গিত বহনকারী একটি প্রবন্ধকে কেন্দ্র করে দেশজোড়া বিতর্কের মুখে সঙ্ঘ পরিবার।

 গান্ধীর পরিবর্তে গডসের টার্গেট হওয়া উচিৎ ছিল নেহেরু, বিতর্কিত প্রবন্ধ থেকে দূরত্ব রাখছে আরএসএস

তিরুবন্তপুরম: মহাত্মা গান্ধীর পরিবর্তে নাথুরাম গডসের উচিৎ ছিল জওহর লাল নেহেরুকে হত্যা করা। চলতি মাসের ১৭ তারিখ আরএসএস-মুখপত্র 'কেসরি'-তে এই ইঙ্গিত বহনকারী একটি প্রবন্ধকে কেন্দ্র করে দেশজোড়া বিতর্কের মুখে সঙ্ঘ পরিবার।

কেরালার বিজেপি নেতা বি গোপালাকৃষ্ণান তাঁর প্রবন্ধে দেশভাগের জন্য সরাসরি জওহর নেহেরুর 'স্বার্থপরতাকেই' দায়ি করেছেন।

প্রসঙ্গত, বি গোপালাকৃষ্ণান এই বারের লোকসভা নির্বাচনে চালাকুডি থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্ধীতা করেছিলেন।

''ইতিহাসের ছাত্ররা যদি মন দিয়ে সততার সঙ্গে দেশভাগের আগে ঐতিহাসিক তথ্যের সঙ্গে গডসের চিন্তাধারার যথাযথ অন্বেষণ করে, তাহলে তারা বুঝতে পারবে গডসে ভুল টার্গেট বেছে নিয়েছিলেন।'' গোপালাকৃষ্ণানের প্রবন্ধে এই ভাবেই ভারতের প্রথম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ হেনেছেন।

যদিও বিতর্কের সামনে পরে সঙ্ঘ পরিবার এই প্রবন্ধ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখটে চাইছে। আরএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে এই মতামত একান্ত ভাবেই লেখকের ব্যক্তিগত। এই বিষয়ে গোপালকৃষ্ণাণের দ্রুত মতামতের আশা করা হচ্ছে সঙ্ঘ পরিবারের পক্ষ থেকে।

 

Read More