Home> দেশ
Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০ হাজার কোটি টাকা অবৈধ লেনদেনের হদিশ

জালিয়াতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি পিএনবি। তবে গোটা বিষয়টি তদন্তকারীদের জানানো হয়েছে। ওই জালিয়াতির কোনও প্রভাব আমানতকারীদের উপরে পড়বে কিনা তাও ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০ হাজার কোটি টাকা অবৈধ লেনদেনের হদিশ

নিজস্ব প্রতিবেদন: বিপুল টাকা অবৈধ লেনদেনের হদিশ মিলল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। পিএনবি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের মুম্বইয়ের একটি শাখা থেকে অবৈধ ভাবে লেনদেন করা হয়েছে ১১,৩৭৯ হাজার কোটি টাকা।
পিএনবি-র দাবি, মুম্বইয়ের ওই শাখায় বেশ কিছু গ্রাহকদের সুবিধা পাইয়ে দিতে বিপুল ওই টাকা লেনদেন করা হয়েছে। মোটা টাকা লেনদেন দেখিয়ে ওইসব গ্রাহকরা অন্যান্য ব্যাঙ্ক থেকে টাকা ধার করেছেন। ‌যে পরিমাণ টাকার অবৈধ লেনদেন হয়েছে তা গ্রাহকদের ২০১৭ সালের আয় থেকে কয়েক গুণ বেশি। 
আরও পড়ুন-ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে খাইয়ে সোনারপুরে ছাত্রীর উপর যৌন নির্যাতন বন্ধুদের
এদিকে, ওই জালিয়াতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পিএনবি। তবে গোটা বিষয়টি তদন্তকারীদের জানানো হয়েছে। ওই জালিয়াতির কোনও প্রভাব আমানতকারীদের উপরে পড়বে কিনা তাও ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি। তবে খবর প্রকাশ্যে আসতেই ৮.৫ শতাংশের বেশি পড়ে ‌যায় পিএনবি-র শেয়ারের দর।

 

Read More