Home> দেশ
Advertisement

গণধর্ষণে অভিযুক্ত দাতী মহারাজের আশ্রম থেকে নিঁখোজ ৬০০ মহিলা!

দাতী মহারাজকে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছে দিল্লির মহিলা কমিশন।

গণধর্ষণে অভিযুক্ত দাতী মহারাজের আশ্রম থেকে নিঁখোজ ৬০০ মহিলা!

নিজস্ব প্রতিবেদন: রাম রহিমের পর আরও এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে উঠল গণধর্ষণের অভিযোগ। রাজস্থানের পালি জেলায় আলাবাজে আশ্রম রয়েছে দাতী মহারাজের। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ২৫ বছরের এক তরুণী। পুলিস তদন্ত জানতে পেরেছে, আশ্রমে দাতী মহারাজের প্রায় ৬০০ জন শিষ্যার খোঁজ মিলছে না। ফেরার অভিযুক্ত মহারাজ।  

রবিবার দিল্লির ফতেহপুরে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ওই তরুণীর দাবি, একদশক ধরে তিনি দাতী মহারাজের শিষ্যা। তাঁকে গণধর্ষণ করে ধর্মগুরু ও তাঁর দুই সঙ্গী। তারপর আশ্রম থেকে কোনওক্রমে পালান তিনি। দাতী মহারাজেরই এক শিষ্যা তাঁকে জোর করে ঘরে ঢুকিয়ে দিত। অন্য মহিলাদের উপরেও অত্যাচার চালিয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু।

দাতী মহারাজকে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছে দিল্লির মহিলা কমিশন। এদিন রাজস্থানে দাতীর আশ্রমে হানা দেয় পুলিস। তবে তিনি আশ্রমে ছিলেন না। অভিযুক্তের বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট নোটিস। পুলিস জানতে পেরেছে, আশ্রমে থাকতেন প্রায় ৬০০জন মহিলা। কারওরই খোঁজ মিলছে না। তাঁর বাড়ি গিয়েছেন না পাচার করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

আরও পড়ুন- নীতি বৈঠকে কেজরির 'মিথ্যা' দাবি ওড়ালেন নীতি আয়োগের সিইও

Read More