Home> দেশ
Advertisement

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় আহত ২, ক্ষতিপূরণের ঘোষণা যোগী আদিত্যনাথের

ফের ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ঘটনায় এখনও পর্যন্ত দু'জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় আহত ২, ক্ষতিপূরণের ঘোষণা যোগী আদিত্যনাথের

ওয়েব ডেস্ক : ফের ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ঘটনায় এখনও পর্যন্ত দু'জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আজ সকালে মিরাট-লখনউ রাজ্যরানি এক্সপ্রেসের ৮টি কামরা লাইনচূত হয়। উত্তরপ্রদেশের মুন্ডাপান্ডে ও রামপুর স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে বিজেপির দু'দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক

খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের পদস্থ কর্তাদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন রেলমন্ত্রী সুরেশ প্রভূ। নিদের্শ দেন অবিলম্বে তদন্ত শুরু করার।

এদিকে, দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ও অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, রেলের পক্ষ থেকেও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে।

Read More