Home> দেশ
Advertisement

শীতের আগেই কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান, নির্দেশ রাজনাথের

শীতের আগেই কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান, নির্দেশ রাজনাথের

ওয়েব ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনীকে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। শীতের আগেই জঙ্গিদের নিকেশ করতে জোরদার অভি‌যানে নামার কথা বললেন রাজনাথ।

সম্প্রতি ৪ দিনের সফরে কাশ্মীরে গিয়েছিলেন রাজনাথ। সূত্রের খবর, সেখানে তিনি নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। কড়া নির্দেশ দেন, শীতে পাহাড়ে বরফ পড়ার আগেই হিজবুল, লস্কর ও জইশের ক্যাডারদের শেষ করতে হবে। কাশ্মীরে মোতায়েন বিএসএফ, সিআরপিএফ, সেনা ও স্পেশাল ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে উপত্যকায় সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে অভি‌যানের সংখ্যা দ্বিগুণ করতে হবে।

প্রসঙ্গত, এ বছর জানুয়ারি মাস থেকে এখন প‌র্যন্ত কাশ্মীরে ১৪৮ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে এখন খুব বেশি হলে সক্রিয় রয়েছে ২০০ জঙ্গি। এদের লক্ষ্যেই এবার নামছে নিরাপত্তা বাহিনী। সম্প্রতি জঙ্গি নেতাদের একটি তালিকা প্রকাশ করেছে সেনা।

আরও পড়ুন- বিশ্বকর্মা পুজোয় ভুরিভোজ সঙ্গে ঘুড়ির লড়াই

Read More