Home> দেশ
Advertisement

রাহুলের জন্মের ‘সাক্ষী’ কেরলের এই নার্স, খুশিতে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি

এ দিন ওয়াইনাডে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন সমর্থকরা। তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিবাদন জানান। 

রাহুলের জন্মের ‘সাক্ষী’ কেরলের এই নার্স, খুশিতে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিবেদন: আর দশ দিন বাদে ৪৯-এ পড়বেন রাহুল গান্ধী। তার আগেই নিজের কেন্দ্র ওয়াইনাডের দেখা হয়ে গেল এক নার্সের সঙ্গে, যিনি রাহুলের জন্মের সময় উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত ওই নার্স রাজাম্মা রাজাপ্পনকে জড়িয়ে ধন্যবাদ জানান রাহুল। ১৯৭০ সালে দিল্লির এক হাসপাতালে জন্ম হয় রাহুলের।

শনিবারে ওয়াইনাড কেন্দ্রে একাধিক রোড-শো করেন রাহুল। উত্তর কেরলের ৩ জেলার বিভিন্ন এলাকা, যা তাঁর নিজের কেন্দ্রেই পড়ে জনসভা করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, মিথ্যের আশ্রয় নিয়ে নির্বাচনে জিতেছেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, “জাতীয় স্তরে বিষের বিরুদ্ধে লড়েছে কংগ্রেস। মোদীর প্রচার ছিল মিথ্যে, বিষ, ঘৃণায় ভরা। দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলেছে। নির্বাচনে মিথ্যের আশ্রয় নিয়েছেন মোদী।” পাশাপাশি রাহুলের আরও দাবি, “কংগ্রেস সততা, ভালবাসা দিয়ে লড়েছে।”

আরও পড়ুন- মা-ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারল গ্রামবাসী! দাঁড়িয়ে দেখল নির্বাক পুলিস

এ দিন ওয়াইনাডে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন সমর্থকরা। তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিবাদন জানান। প্ল্যাকার্ডে লেখা, “পাশে আছি আমরা, আইওয়াইসি (ভারতীয় যুব কংগ্রেস) তোমার নেতৃত্ব কাজ করতে চায়।” নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হওয়ায় পরাজয়ের দায় নিয়ে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী। সূত্রে খবর, রাহুল প্রস্তাব দেন, যত দিন সভাপতির মুখ নির্ধারণ হচ্ছে, তিনি ওই পদ সামলাবেন। গান্ধী পরিবারের বাইরে অন্য কাউকে সভাপতি পদে রাহুল দেখতে চাইছেন বলে জানা যায়।

এ বারের নির্বাচনে অমেঠির পাশাপাশি কেরলের ওয়াইনাড থেকে লড়েন রাহুল। গান্ধী পরিবারের দুর্গ হিসাবে পরিচিত অমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে নজিরবিহীনভাবে হেরে যায়ন রাহুল। এই কেন্দ্র থেকে তিন বার সাংসদ হয়েছেন তিনি। 

Read More