Home> দেশ
Advertisement

আইনজীবীর মৃত্যুতে পিছিয়ে গেল লালুর সাজাঘোষণা

রাঁচির বীরসা মুন্ডা জেলে আরও একদিনের অপেক্ষা। আইনজীবীর মৃত্যুর কারণে লালু প্রসাদ ‌যাদবের সাজা ঘোষণা স্থগিত রাখল সিবিআই আদালত।

আইনজীবীর মৃত্যুতে পিছিয়ে গেল লালুর সাজাঘোষণা

ওয়েব ডেস্ক: রাঁচির বীরসা মুন্ডা জেলে আরও একদিনের অপেক্ষা। আইনজীবীর মৃত্যুর কারণে লালু প্রসাদ ‌যাদবের সাজা ঘোষণা স্থগিত রাখল সিবিআই আদালত।

বুধবার পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালুপ্রসাদ ‌যাদবের সাজা ঘোষণার কথা ছিল সিবিআই আদালতের। সকালে আদলত বসলেও বিন্দেশ্বরী প্রসাদ নামে এক আইনজীবীর মৃত্যুর কারণে আদালতের কাজকর্ম স্থগিত হয়ে যায়। সম্ভবত আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সাজা ঘোষণা হতে পারে।

 

অারও পড়ুন-রাজ্যে গৃহহীনদের ৮ লাখ বাড়ি দেবে সরকার, মাটি উৎসবে ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত দেওঘর ট্রেজারির ৮৪.৫ লাখ টাকা জালিয়াতির অভি‌যোগ লালু-সহ মোট ১৫ জনকে দোষী সাব্যস্ত করে। আজ সেই মামলার সাজা ঘোষণার কথা ছিল। আদালত অবমাননা মামলায় লালুর ছেলে তেজস্বী ‌যাদব, মনোজ ঝা ও রঘুবংশ প্রসাদ সিংকে তলব করেছে রাঁচির আদালত। আগামী ২৩ জানুয়ারি তাঁদের আদালতে হাজির দিতে হবে। 

 

Read More