Home> দেশ
Advertisement

হাতুড়ে চিকিত্সকের ভুলে এইচআইভি

একই সিরিঞ্জ ব্যবহার করায় উন্নাওয়ে এইচআইভি আক্রান্ত রোগীরা।  

হাতুড়ে চিকিত্সকের ভুলে এইচআইভি

নিজস্ব প্রতিবেদন: হাতুড়ে চিকিত্সকের ভুলে এইচআইভি আক্রান্ত হলেন ৪৬ জন রোগী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। অভিযুক্ত রাজেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে পুলিস। 

গতবছর জুলাইয়ে উন্নাওয়ে ১২ জন এইচআইভি আক্রান্তের খোঁজ মেলে। পরে আক্রান্ত হন আরও ১৭জন। খবর পেয়ে ওই জেলায় স্বাস্থ্য শিবিরের নির্দেশ দেয় প্রশাসন। তাতে আরও কয়েকজন এইচআইভি আক্রান্তের খোঁজ মেলে।তদন্তকারীরা জানতে পারেন, একই ইঞ্জেকশন সিরিঞ্জ সকলের ক্ষেত্রে ব্যবহার করতেন রাজেন্দ্র যাদব। ৩১ জানুয়ারি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। 

আরও পড়ুন- পশ্চিমবঙ্গের কর্মসংস্থানকে ঢাল করলেন নরেন্দ্র মোদী

জানা গিয়েছে, নিজেকে চিকিত্সক পরিচয় দিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন রাজেন্দ্র। রোগীদের কাছ থেকে নিতেন ১০ টাকা। এফআইআর দায়েরের পর থেকেই বেপাত্তা হন তিনি। বুধবার তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিস।    

Read More