Home> দেশ
Advertisement

শশীকলার 'ভিআইপি' হাজতবাস ফাঁস করে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ডি রূপা

শশীকলার 'ভিআইপি' হাজতবাস ফাঁস করে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ডি রূপা

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারের অব্যবস্থা ফাঁস করেছিলেন প্রাক্তন ডিআইজি ডি রূপা। সাহসিকতার জন্য শনিবার তিনি পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।

কর্ণাটকের রাজভবনে একটি অনুষ্ঠাতে ডি রূপার হাতে পুরস্কার তুলে দেন সেরাজ্যের রাজ্যপাল ভাজুভাই ভালা। ওই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও স্বরাষ্ট্র মন্ত্রী রামলিঙ্গ রেড্ডি। ডি রূপা ছাড়াও আরও কয়েকজন পুলিশ কর্মী সম্মানিত হয়েছেন। 

আয়ের বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন এআইএডিএমকে নেত্রী শশীকলা। পারাপান্ন আগরাহারা কেন্দ্রীয় সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছে। মাস কয়েক আগে পর্যন্ত কারা বিভাগের ডিআইজি ছিলেন ডি রূপা। তাঁর দাবি, শশীকলা জেলে ভিআইপি-র মতো থাকছেন। তাঁকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। এজন্য দু কোটি টাকার লেনদেন হয়েছে। এবিষয়ে ডিরেকটর জেনারেলের (কারা) কাছে রিপোর্ট পাঠান ডি রূপা।

এরপর ডিজি ও রূপা প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়ায় তাঁদের বদলি করা হয়। সমালোচনার মুখে পড়েন কর্ণাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। 

আরও পড়ুন, ডি রূপার অভিযোগে সিলমোহর, শশীকলা জেলে ভিআইপি সুবিধা পেতেন

Read More