Home> দেশ
Advertisement

IAS/IPS Posting: জম্মু ও কাশ্মীর 'কঠিন এলাকা', IAS/IPS পোস্টিংয়ের নতুন শ্রেণীবিভাগ

এজিএমইউটি ক্যাডারের বিভাগগুলিকে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে

IAS/IPS Posting: জম্মু ও কাশ্মীর 'কঠিন এলাকা', IAS/IPS পোস্টিংয়ের নতুন শ্রেণীবিভাগ

নিজস্ব প্রতিবেদন: ১৮ জানুয়ারী একটি সরকারী বিজ্ঞপ্তিতে, কেন্দ্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) এবং ইন্ডিয়ান পুলিস সার্ভিসের (IPS) অফিসারদের পোস্টিংয়ের জন্য 'কঠিন এলাকা' হিসাবে নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম কেন্দ্রশাসিত অঞ্চল (AGMUT) ক্যাডারের আইএএস এবং আইপিএস অফিসারদের বদলি ও পোস্টিং-এর নির্দেশিকা এর ফলে পরিবর্তন করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর ক্যাডারকে ২০২১ সালের জানুয়ারিতে AGMUT ক্যাডারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এর আগেই জম্মু ও কাশ্মীরকে  ৫ আগস্ট, ২০১৯ সালে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।

আরও পড়ুন: Punjab: পঞ্জাব সীমান্তে আটক পাক ড্রোন, বাজেয়াপ্ত ৭ কেজি নিষিদ্ধ মাদক

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, "জম্মু ও কাশ্মীর ক্যাডারকে AGMUT ক্যাডারে মিশিয়ে দেওয়ার ফলস্বরূপ, বিষয়টি পরীক্ষা করা হয়েছে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জয়েন্ট এজিএমইউটি ক্যাডারে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলকে বি বিভাগ হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে (হার্ড এলাকা)।”

এজিএমইউটি ক্যাডারের বিভাগগুলিকে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে। এগুলি হল রেগুলার এবং কঠিন এলাকা।

দিল্লি, চণ্ডীগড়, গোয়া, পুদুচেরি, দাদার নগর হাভেলি এবং দমন ও দিউ-এ পোস্টিংগুলি "নিয়মিত এলাকা" বা ক্যাটাগরি এ। অন্যদিকে অরুণাচল প্রদেশ, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পোস্টিংগুলি "কঠিন এলাকা" বলে চিহ্নিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More