Home> দেশ
Advertisement

জমি বিল পাশে মরিয়া কেন্দ্র সংশোধনী আনতে রাজি

জমি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। এজন্য সংসদে পেশ হওয়া বিলে কিছু সংশোধনী নিয়ে আসতেও রাজি হল তারা। কেন্দ্রীয় সচিবালয় সূত্রে খবর, অধিগ্রহণে সিংহভাগ জমিদাতার সম্মতি ও সামাজিক প্রভাব মূল্যায়ণের শর্ত দুটি ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।

জমি বিল পাশে মরিয়া কেন্দ্র সংশোধনী আনতে রাজি

ওয়েব ডেস্ক: জমি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। এজন্য সংসদে পেশ হওয়া বিলে কিছু সংশোধনী নিয়ে আসতেও রাজি হল তারা। কেন্দ্রীয় সচিবালয় সূত্রে খবর, অধিগ্রহণে সিংহভাগ জমিদাতার সম্মতি ও সামাজিক প্রভাব মূল্যায়ণের শর্ত দুটি ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।

তবে ওই দুটি শর্ত সরাসরি ফিরিয়ে না এনে, আইন প্রণয়নের সময় রাজ্যগুলির বিবেচনাধীন হিসেবে রাখা হচ্ছে। ২০১৩ সংসদে পাশ জমি অধিগ্রহণ বিলে ওই দুটি শর্ত ছিল। মোদী সরকার সংশোধনীতে দুটি শর্তকে বাদ দেয়।

এদিকে, বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে গতকাল পণ্ড হয়ে যায় সংসদ। ললিত গেট থেকে ব্যপম। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও দফায় দফায় বিক্ষোভে অচল থাকে সংসদ। আগে সুষমা, বসুন্ধরা ও শিবরাজের ইস্তফা পরে আলোচনা। এই দাবিতে এককাট্টা বিরোধীরা। প্রবল হৈ-হট্টগোলের জেরে বারাবর লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছিলেন স্পিকার। 

Read More