Home> দেশ
Advertisement

নিয়ন্ত্রণরেখায় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রী মোদীর

নিয়ন্ত্রণরেখায় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রী মোদীর

নিজস্ব প্রতিবেদন : প্রতিবারের মতো ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে কাশ্মীর গিয়ে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী।

ছবির মত সাজানো গুরেজ উপত্যকায় মোতায়েন রয়েছে ভারতীয় সেনার ১৫ নম্বর ব্যাটেলিয়ন। সেনা সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও অন্যান্য পদস্থ কর্তারা।

এর আগে ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর, সিয়াচেনে সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেছেন মোদী। সেবার সিয়াচেন থেকেই বন্যাবিধ্বস্ত কাশ্মীরের জন্য ৫৭০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন তিনি।

এরপর ২০১৫-তে পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে সেনা-জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটান মোদী। গত বছর ২০১৬-তে হিমাচল প্রদেশের সীমান্ত সেনাচৌকিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

অন্যদিকে, আটারি-ওয়াঘা সীমান্তে পাক রেঞ্জার্সদের সঙ্গে মিষ্টি বিনিময় করেন বিএসএফ জওয়ানরা।

আরও পড়ুন,  কথা বলুন নিশ্চিন্তে, সেনা বাহিনীকে দীপাবলির উপহার সরকারের

Read More