Home> দেশ
Advertisement

সপা-কংগ্রেস জোটকে বিঁধতে একেবারে অ্যাটাকিং মোডে নরেন্দ্র মোদী

উত্তরপ্রদেশে গুণ্ডারাজ চলছে। বৈষম্যের শিকার আম আদমি। সপা-কংগ্রেস জোটকে বিঁধতে একেবারে অ্যাটাকিং মোডে তোপ নরেন্দ্র মোদীর। তবে পিছিয়ে নেই জোটও। পাল্টা বিহার ভোটের প্রসঙ্গ টেনে মোদীকে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী। অন্যদিকে ভোটযুদ্ধে উপস্থিতি জানান দিতে হুঙ্কার দিয়েছেন বিএসপি-র বহিনজীও। চার দফার ভোট এখনও বাকি। উত্তরপ্রদেশে এখন প্রচারযুদ্ধ জমজমাট। একদিকে সপা-কংগ্রেস জোট। অন্যদিকে বিএসপি। নোটবন্দির পর গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যের নির্বাচন এখন বিজেপির প্রেস্টিজ ফাইট। ময়দানে তাই খোদ স্টার ক্যাম্পেনার নরেন্দ্র মোদী। কোনও রাখঢাক নয়। ফতেপুরের জনসভায় চাঁচাছোলা ভাষায় জোটকেই টার্গেট করলেন তিনি।জাতপাত-বৈষম্য বরাবরই উত্তরপ্রদেশে বড় ইস্যু। গেরুয়া শিবিরের ভোটব্যাঙ্ক অটুট রাখতে সেই বৈষম্যের অভিযোগকেও হাতিয়ার করলেন মোদী।

সপা-কংগ্রেস জোটকে বিঁধতে একেবারে অ্যাটাকিং মোডে নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে গুণ্ডারাজ চলছে। বৈষম্যের শিকার আম আদমি। সপা-কংগ্রেস জোটকে বিঁধতে একেবারে অ্যাটাকিং মোডে তোপ নরেন্দ্র মোদীর। তবে পিছিয়ে নেই জোটও। পাল্টা বিহার ভোটের প্রসঙ্গ টেনে মোদীকে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী। অন্যদিকে ভোটযুদ্ধে উপস্থিতি জানান দিতে হুঙ্কার দিয়েছেন বিএসপি-র বহিনজীও। চার দফার ভোট এখনও বাকি। উত্তরপ্রদেশে এখন প্রচারযুদ্ধ জমজমাট। একদিকে সপা-কংগ্রেস জোট। অন্যদিকে বিএসপি। নোটবন্দির পর গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যের নির্বাচন এখন বিজেপির প্রেস্টিজ ফাইট। ময়দানে তাই খোদ স্টার ক্যাম্পেনার নরেন্দ্র মোদী। কোনও রাখঢাক নয়। ফতেপুরের জনসভায় চাঁচাছোলা ভাষায় জোটকেই টার্গেট করলেন তিনি।জাতপাত-বৈষম্য বরাবরই উত্তরপ্রদেশে বড় ইস্যু। গেরুয়া শিবিরের ভোটব্যাঙ্ক অটুট রাখতে সেই বৈষম্যের অভিযোগকেও হাতিয়ার করলেন মোদী।

আরও পড়ুন পাসপোর্টের আবেদন করতে চান? জানুন কী করবেন

লড়াইয়ে পিছিয়ে নেই সপা-কংগ্রেসের দুই তরুণ তুর্কি। জোটের পক্ষে সাফাই, নোটবন্দির সমালোচনা তো আছেই। বিহারে বিজেপির ভরাডুবির প্রসঙ্গ টেনে মোদীকে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী।উত্তরপ্রদেশের লড়াইটা দ্বিমুখী নয়। তা বুঝিয়ে দিতে হুঙ্কার দিয়েছেন মায়াবতীও।২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোট কার্যত সেমিফাইনাল। প্রেস্টিজ ফাইটে তাই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কোনও পক্ষই। তবে শেষ হাসি কে হাসবে, তা জানতে অপেক্ষা ১১ই মার্চ পর্যন্ত।

আরও পড়ুন  ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

Read More