Home> দেশ
Advertisement

আধার বাধ্যতামূলক হওয়ার পর ধরা পড়েছে ৫ কোটি ভুয়ো অ্যাকাউন্ট, দাবি কেন্দ্রের

আধার বাধ্যতামূলক হওয়ার পর ধরা পড়েছে ৫ কোটি ভুয়ো অ্যাকাউন্ট, দাবি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: আধার আসার পর প্রায় পাঁচ কোটি ভূতুরে উপভোক্তার অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।  

রেশন ও রান্নার গ্যাসের জন্য আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। পীযূষ গোয়েল বলেন, ''আধার কার্ড বাধ্যতামূলক হওয়ার পর ধরা পড়েছে ৩.৫ কোটি ভুয়ো এলপিজি সংযোগ ও ১.৬ কোটি রেশন কার্ড।'' 

প্রসঙ্গত, আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আপাতত আধার সংযুক্তিকরণে স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছে জবাব চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নভেম্বরের শেষে এই মামলার শুনানির জন্য গঠিত হবে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। 

আরও পড়ুন, ৪৭-এর মধ্যে বিশ্বে সর্বাধিক উচ্চ ও মধ্য আয়ের দেশ হবে ভারত: বিশ্বব্যাঙ্ক

Read More