Home> দেশ
Advertisement

মৈনপুরিতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ১৭, আহত ৩৫

বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং ডিভাইডারে ধাক্কা মারার আগে তা চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মৈনপুরিতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ১৭, আহত ৩৫

নিজস্ব প্রতিবেদন: বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের মৈনপুরে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে একটি বেসরকারি বাস 'ডিভাইডারে' ধাক্কা মেরে উল্টে যাওয়াতেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে।

বাস উল্টে যেতেই অকুস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষ এবং আঞ্চলিক প্রশাসনের কর্তারা। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের চিকিত্সার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং ডিভাইডারে ধাক্কা মারার আগে তা চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত গতিতে থাকাতেই বাসটিতে জোর ধাক্কা লাগে এবং সেটি উল্টে গিয়ে ১৭ জনের মৃত্যু ঘটে। গুরুতর জখম ড্রাইভার বর্তমানে চিকিত্সাধীন। তিনি খানিকটা সুস্থ হলে, তাঁর জবানবন্দি নথিভুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিস।

Read More