Home> দেশ
Advertisement

Shatabdi Express: টিকিটেই দাম ধরা, তবু শতাব্দীতে এককাপ চা নিন... ৭০ টাকা দিন!

সোশ্যাল মিডিয়ায় বিলের ছবি  পোস্ট করেছেন এক যাত্রী। সেই ছবি এখন ভাইরাল।

Shatabdi Express: টিকিটেই দাম ধরা, তবু শতাব্দীতে এককাপ চা নিন... ৭০ টাকা দিন!
Updated: Jul 01, 2022, 10:21 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্লেনে খাবার দাম অনেকটাই বেশি। কিন্তু তা বলে ট্রেনেও ৭০ টাকায় এক কাপ চা! মুখের কথা নয়, বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক যাত্রী। সেই ছবি এখন ভাইরাল।

ঘটনাটি ঠিক কী? দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসের ভোপাল যাচ্ছিলেন ওই ব্যক্তি। দীর্ঘ যাত্রাপথে ট্রেনের কামরায় বসে এক চা খেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বিলের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, শতাব্দী এক্সপ্রেসের এক চায়ের দাম ৭০ টাকা! চায়ের জন্য ২০ টাকা ও পরিষেবা বাবদ নেওয়া হয়েছে আরও ৫০ টাকা।

 

রেলের তরফে জানানো হয়েছে, এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা যদি টিকিট কাটার আগাম খাবারের অর্ডার না দেন এবং ট্রেনে সফরকালে খাবার কেনেন, সেক্ষেত্রে পরিষেবা বাবদ অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। এটাই নিয়ম। এমনকী,  ২০১৮ সালে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)